• ঢাকা শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
logo

‘পাঁচ হাজার রুপি নিয়ে ভারতে এসেছিলাম’

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ০১ সেপ্টেম্বর ২০১৯, ২০:০০
নোরা ফাতেহি

প্রতিনিয়ত কত শত তরুণ-তরুণী বলিউডে নিজেকে প্রতিষ্ঠা করার সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু সবাই কি সফলতা পান। লাইম লাইটে আসার আগেই অনেকেই হারিয়ে যায়। কঠোর সংগ্রাম করে যারা লেগে থাকে। শেষ পর্যন্ত তারাই জয়ী হয়। সেই জয়ী মানুষের একজন হালের ক্রেজ নোরা ফাতেহি।

বলিউডের তুমুল জনপ্রিয় নাম নোরা ফাতেহি। সময়ের এই আলোচিত ড্যান্সার সম্প্রতি স্ট্রাগলার হিসাবে কাটানো দিনগুলোর দিকে ফিরে তাকিয়ে নস্টালজিক হয়ে পড়েন। তিনি বলেন, একদিন মাত্র পাঁচ হাজার রুপি নিয়ে ভারতে এসেছিলাম। এখানে জায়গা করে নেয়া সহজ নয়। তার উপর একজন কানাডার বাসিন্দা হিসাবে নতুন দেশে এসে মানিয়ে নেয়াটা কঠিন ছিল।

এক সাক্ষাৎকারে নোরা বলেন, আমি যে এজেন্সির সঙ্গে মুম্বাইতে কাজ করতাম, তারা সপ্তাহে মাত্র ৩০০০ রুপি করে দিত। আর সেই সামান্য অর্থতেই মুম্বাইয়ের মতো শহরে দিনের পর দিন স্ট্রাগল করতে হয়েছে।

সাকি, দিলবার, কামারিয়ার মতো গানে নোরার নাচ প্রশংসিত হয়েছে। সেসময় কষ্ট করেছিলেন বলেই আজকে সফলতার শীর্ষে অবস্থান করছেন নোরা।

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দাবানল থেকে প্রাণে বেঁচে যা বললেন নোরা ফাতেহি
যে কারণে ‘দিলবার’ গানের সঙ্গে নাচতে নারাজ ছিলেন নোরা
চার-পাঁচ বছর পাগলের মতো কেটেছে: নোরা ফাতেহি
ক্ষমা চাইলেন নোরা ফাতেহি