• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

‘পুলসিরাত’ নিয়ে মঞ্চে আসছে প্রাচ্যনাট

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ সেপ্টেম্বর ২০১৯, ২০:১২
‘পুলসিরাত’ প্রাচ্যনাট নাটক
‘পুলসিরাত’ নাটকের একটি দৃশ্য

আগস্ট মাসের প্রচণ্ড গরমে, রোদে পুড়ে মরুভূমির পথে একটি লরি এগিয়ে যায়। তিনটি ভাগ্য বিড়ম্বিত জীবন আবু কায়েস, আসাদ ও মারওয়ান। তারা ছুটে চলে স্বপ্নময় এক নতুন সচ্ছল জীবনের প্রত্যাশায়। সূর্যের বিরামহীন তেজ মাথায় নিয়ে, তপ্ত মরুর বালুতে পা পুড়িয়ে বয়ে চলে তাদের জীব। সে জীবনেরও মনে হতে থাকে এই পথ যেন সেই পুলসিরাত। এমনই গল্পের নাটক নিয়ে আসছে প্রাচ্যনাট।

আগামীকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টায় রাজধানীর বেইলি রোডস্থ বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহীম মিলনায়তনে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে।

ফিলিস্তিনি লেখক ঘাসান কানাফানির উপন্যাস ‘ম্যান ইন দ্য সান’ এর বাংলা অনুবাদ থেকে পুলসিরাত-এর নাট্যরূপ দেওয়া হয়েছে।

নাটকটির নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন। উপন্যাসটির বাংলা অনুবাদ করেছেন মাসুমুল আলম এবং নাট্যরূপ দিয়েছেন মনিরুল ইসলাম রুবেল।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন-আজাদ আবুল কালাম, শাহরিয়ার ফেরদৌস সজীব, সাইফুল জার্নাল, মিতুল রহমান, জগন্ময় পাল, মনিরুল ইসলাম রুবেল, চেতনা রহমান ভাষা, তানজিকুন, শামীম শ্রাবণ, তৃপ্তি প্রমুখ।

নাটকটির সেট ডিজাইন করেছেন শাহীনূর রহমান, আলো-বাবর খাদেমী, শব্দ ও সঙ্গীতে আছেন নীল কামরুল। পোশাক ডিজাইন করেছেন বিলকিস জাহান জবা।

জিএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাবার আদলে তৈরি মঞ্চে চলছে খোলামেলা নাচ-গান
সৌদি আরবে মঞ্চ মাতাবেন জেমস
‘দ্য ক্যাপিটাল’ কনসার্টে মঞ্চ মাতাবে ১০ ব্যান্ড
কনসার্ট চলাকালীন মঞ্চের গর্তে পড়ে গেলেন গায়ক ক্রিস মার্টিন