• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

আবারও বিয়ে করছেন পিয়া বিপাশা

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১২:০১
পিয়া বিপাশা

দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন মডেল-অভিনেত্রী পিয়া বিপাশা। গেল ২১ জুলাই আংটি বদল করেছেন তিনি। পারিবারিকভাবেই এই বিয়ের প্রস্তুতি চলছে।

পিয়ার হবু বর ইউরোপের নাগরিক। আর্মিতে চাকরি করেন। বর সম্পর্কে আপাতত এইটুকুই তথ্য দিয়েছেন পিয়া।

বুধবার দিবাগত রাতে মেয়েকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রে গেছেন পিয়া বিপাশা। সেখানে ১২ দিন বেড়ানো শেষে আগামী ৩০ সেপ্টেম্বর দেশে ফিরবেন তিনি।

এর আগেও পিয়া বিপাশা বিয়ে করেছিলেন। তবে সে সংসার টেকেনি। তার একমাত্র মেয়ে সোহা ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় (আইএসডি) গ্রেড টু-তে পড়ে।

ছোট পর্দার পরিচিত মুখ পিয়ার ২০১৬ সালে ‘রুদ্র দ্য গ্যাংস্টার’ ছবির মধ্যে দিয়ে বড় পর্দায় অভিষেক। এরপর বেশ কিছু ছবিতে চুক্তিবদ্ধ হলেও সেসব আর শেষ হয়নি।

শোনা যাচ্ছে, বিয়ের পর মিডিয়া ছেড়ে দেশের বাইরেই স্থায়ী হবেন এই মডেল কাম অভিনেত্রী।

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়