• ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১
logo

চিকিৎসার জন্য ব্যাংককে আলাউদ্দীন আলী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ অক্টোবর ২০১৯, ১২:৫৩
সংগীত পরিচালক, আলাউদ্দীন আলী, চিকিৎসা
আলাউদ্দীন আলী। ফাইল ছবি

বরেণ্য গীতিকার, সুরকার, সংগীত পরিচালক আলাউদ্দীন আলীর শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যানসার। উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডের ব্যাংককে নেওয়া হয়েছে। থাইল্যান্ডের ব্যাংককের স্যামিটিভেজ সুকুমভিত হাসপাতালে আছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন আলাউদ্দীন আলীর মেয়ে সংগীতশিল্পী আলিফ আলাউদ্দীন। শিল্পীর সার্বক্ষণিক সঙ্গী হিসেবে আছেন স্ত্রী ফারজানা মিমি ও ছোট মেয়ে আদ্রিতা আলাউদ্দীন।

সংগীতশিল্পী আলিফ আলাউদ্দীন গণমাধ্যমকে বলেন, আব্বু এখন ব্যংককে। প্রয়োজনীয় সব পরীক্ষার রিপোর্ট আসার পর সেখানে চিকিৎসকেরা আব্বুর চিকিৎসার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। আব্বুর জন্য সবাই দোয়া করবেন।

গেল ১৭ সেপ্টেম্বর চিকিৎসকেরা জানান, শিল্পীর ফুসফুসে আছে টিউমারের অস্তিত্ব। তার যকৃতেও টিউমার পাওয়া গেছে। এজন্য শারীরিক অবস্থার ক্রমেই অবনতি হচ্ছে।

গত ২২ জানুয়ারি রাতে বাসায় অসুস্থ হয়ে পড়েন আলাউদ্দীন আলী। শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। দীর্ঘদিন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। লাইফ সাপোর্টেও ছিলেন তিনি। গত ৮ এপ্রিল হাসপাতাল থেকে ছাড়া পান। এরপর মিরপুরে সিআরপিতে ফিজিওথেরাপি নেন। এর আগে ২০১৫ সালের ৩ জুলাই আলাউদ্দীন আলীকে ব্যাংকক নেওয়া হয়। সেখানের বিশেষজ্ঞ ডাক্তার জানান, তার ফুসফুসে টিউমার আছে। টিউমারটি হৃদযন্ত্রের কাছাকাছি হওয়ায় ডাক্তার ঝুঁকি নিয়ে অস্ত্রোপচার করেননি। পরবর্তীতে রেডিওথেরাপি ও কেমোথেরাপির মাধ্যমে চিকিৎসা হয়।

জিএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অভ্যুত্থানে আহত যোদ্ধারা পাবেন ফ্রি চিকিৎসা ও ইউনিক আইডি কার্ড
কুমিল্লায় ‘ভুল চিকিৎসায়’ প্রসূতির মৃত্যুর অভিযোগ
গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসা দিতে ঢাকায় ব্রিটিশ মেডিকেল টিম
আন্দোলনে আহত ৭ বাংলাদেশিকে বিনামূল্যে চিকিৎসা দেবে তুরস্ক