ঢাকাশুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

হঠাৎ নাগমা-প্রভুদেবার ঘনিষ্ঠ দৃশ্য ভাইরাল

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯ , ০১:০০ পিএম


loading/img
ছবি সংগৃহীত

বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী নাগমা। তাকে মারাঠি, তেলুগু, তামিল, মালায়লম সিনেমাতেও দেখা গেছে। এছাড়া ভোজপুরি সিনেমাতেও অভিনয় করেছেন নাগমা। হঠাৎ এই অভিনেত্রী একটি ভিডিও ভাইরাল হলো সোশ্যাল সাইটে।

বিজ্ঞাপন

ওই ভিডিও একটি সিনেমার দৃশ্যের যেখানে নাগমা এবং প্রভুদেবা অভিনয় করেছেন। নাগমা এবং প্রভুদেবার সিনেমার যে ক্লিপিংসটি ভাইরাল হয়, সেখানে তাদের কয়েক মুহূর্তের ঘনিষ্ঠ দৃশ্যও দেখা যাচ্ছে তাদের।

৫৯ সেকেন্ডের ভিডিওতে ঘনিষ্ঠভাবে ধরা দিয়েছেন তারা। এছাড়া ভিডিওতে আরও অশ্লীলভাবে দেখানো হয় নাগমাকে। 'টি-সিরিজ নাইন' ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে।

বিজ্ঞাপন

১৯৭৪ সালের ২৫ ডিসেম্বর জন্ম নাগমার। 'বাগি-আ রেবেল ফর লাভ' নামে একটি সিনেমা দিয়ে বলিউডে প্রথম পা রাখেন অভিনেত্রী।

নব্বইয়ের দশকে সালমান খানের সঙ্গেও তাকে বেশ কয়েকবার অভিনয় করতে দেখা যায়। 'সুহাগ', 'চল মেরে ভাই', 'ইয়ালগার'-সহ একাধিক জনপ্রিয় সিনেমায় কাজ করেছেন নাগমা। পরবর্তীতে অভিনয় ছেড়ে রাজনীতির ময়দানে কংগ্রেসে যোগ দেন।

আরও পড়ুন 

বিজ্ঞাপন

এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |