• ঢাকা সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১
logo

অভিনেতা হুমায়ূন সাধুর দাফন সম্পন্ন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ অক্টোবর ২০১৯, ১৮:৫২
অভিনেতা, হুমায়ূন সাধু, দাফন
হুমায়ূন সাধু

চিরনিদ্রায় শায়িত হলেন নির্মাতা ও অভিনেতা হুমায়ূন সাধু।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে দ্বিতীয় দফায় জানাজা শেষে রাজধানীর তেজগাঁও এলাকার মেটাল রহিম মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

এসময় সেখানে হুমায়ূন সাধুর পরিবারের সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, অভিনেতা ইরেশ যাকের, নির্মাতা রেদওয়ান রনি, আশফাক নিপুণ,সুমন পাটোয়ারীসহ অভিনয় জগতের অনেকে।

এর আগে মেটাল রহিম মসজিদে জুম্মার নামাজের পর তার প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়।

বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় দেড়টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাধু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোবিজ অঙ্গনে নেমেছে শোকের ছায়া।

গেল ৫ অক্টোবর হুমায়ূন সাধুকে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় অবস্থিত পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গুরুতর অসুস্থ ছিলেন তিনি। সেখান থেকে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থতা বাড়লে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি।

উল্লেখ্য, নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর হাত ধরে শোবিজে হুমায়ূন সাধুর পথ চলা। অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন তিনি। তৈরি করেছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষী। এছাড়া নাটক নির্মাণ করেও প্রশংসিত হয়েছেন তিনি।

জিএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুঃসংবাদ দিলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেতা পাভেল
অভিনেতা রাজীবের চলে যাওয়ার ২০ বছর
হোটেলকর্মী থেকে জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি
অভিনেতার মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে যা পেল পুলিশ