• ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
logo

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন

ছবিতে তারকাদের নির্বাচন

গাজী আনিস, আরটিভি অনলাইন

  ২৫ অক্টোবর ২০১৯, ২১:২৩
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, নির্বাচন, তারকা
কিছু একটা দেখছেন তারা। ছবি তুলেছেন গাজী আনিস।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। বিএফডিসি প্রাঙ্গণ তারকামুখর থাকবে না তা কি হয়! সকাল থেকে ছিল তারকাদের উপস্থিতি। বহুদিন পর অনেকেই উপস্থিত হন প্রিয় এই স্থানে আর দেখা পান সহকর্মীদের, কাছে টেনে নেন একে অপরকে। নির্বাচন ঘিরে তারকাদের মিলনমেলা তৈরি হয় বিএফডিসির আঙিনায়।

একফ্রেমে দুই সভাপতি পদপ্রার্থী- মিশা সওদাগর ও মৌসুমী।

শুক্রবার (২৫ অক্টোবর) ভোট গ্রহণ শুরু হয় সকাল নয়টায়, চলে বিকেল পাঁচটা ৩০ মিনিট পর্যন্ত। দিনের বিভিন্ন সময় এই প্রজন্মের তারকারাসহ এক সময়ের সাড়া জাগানো অভিনেতা-অভিনেত্রীরা উপস্থিত হন। ছবিতে দেখুন তারকাদের উপস্থিতি।

ডিপজলের সঙ্গে জমলো গল্প।

অভিনেতা জাভেদের উপস্থিতি।

অভিনেত্রী রোজিনা।

আরটিভির সঙ্গে কথা বলছেন আলীরাজ।

একান্ত আলাপে অমিত হাসান।

বেশ খুশি আমিন খান।

একফ্রেমে অঞ্জনা, রোজিনা ও অরুণা বিশ্বাস।

অপুকে নিয়ে আসছেন ওমর সানি।

বাবার হাত ধরে দীঘি।

ফেরদৌসকে ঘিরে।

এগিয়ে আসছেন মৌসুমী।

গণমাধ্যমের সামনে মিশা সওদাগর।

আরটিভির সামনে নাসরিন।

পপির উপস্থিতি।

দায়িত্বরত র‍্যাবের সদস্যরা।

কথা বলছেন রিয়াজ।

দায়িত্বরত পুলিশ সদস্যরা।

বিএফডিসির প্রবেশপথে রুবেল।

ব্যস্ত জায়েদ খান।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশের বর্তমান সমস্যার সমাধানে দ্রুত নির্বাচন প্রয়োজন: খসরু
ইউল্যাব এমএসজে অ্যালামনাইয়ের সভাপতি জুনায়েদ, সম্পাদক দাউদ
বিয়ের পিঁড়িতে বসেছেন যেসব তারকা
রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে অধৈর্য: উপদেষ্টা আসিফ