• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

মুক্তির একদিন পর ফাঁস নতুন ‘টার্মিনেটর’!

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৩ নভেম্বর ২০১৯, ১২:৩৫
ফাঁস, সিনেমা, ‘টার্মিনেটর: ডার্ক ফেইট’

হলিউডের সিনেমাপ্রেমীদের প্রিয় ছবি ‘টার্মিনেটর’ নিয়ে যেন ঘটনা শেষ হচ্ছে না। আরনল্ড শোয়ার্জেনেগারের ‘টার্মিনেটর: ডার্ক ফেইট’ ছবিটির উদ্বোধনী প্রদর্শনী বন্ধ হয় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলের কারণে।

যদিও ১ নভেম্বর যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে। কিন্তু মুক্তির একদিন পরই পাইরেসি ওয়েবসাইট ‘তামিলরকার্স’-এ ফাঁস হলো সিনেমাটি।

‘তামিলরকার্স’ আগে তামিল সিনেমা ফাঁস করতো। আর এখন হলিউড-বলিউডের সিনেমা ফাঁস করে দেয় । বড় বাজেট হোক কিংবা ছোট বাজেট সব ছবিই তাদের ফাঁস করতে দেখা যায়।

‘টার্মিনেটর: ডার্ক ফেইট’ ছবি পরিচালনা করেছেন টিম মিলার। প্রযোজনা করেছেন জেমস ক্যামেরন ও ডেভিড ইলিসন। ছবিটির বাজেট প্রায় ২০০ মিলিয়ন।

যন্ত্রের ওপর নির্ভরশীলতার চূড়ান্ত পর্যায়ে যখন মানবজাতি নিষ্ঠুর পরিণতিতে পৌঁছায়, সেই কাহিনী নিয়ে নির্মিত গত শতকের সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী সিনেমা দ্য টার্মিনেটর। ১৯৮৪ সালে মুক্তি পরেই বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলে ছবিটি।টার্মিনেটরকে ভিত্তি করে এখন পর্যন্ত তৈরি হয়েছে টিভি ও ওয়েব সিরিজ, ভিডিও গেমস, কমিক বুক ও গ্রাফিক নভেল ইত্যাদি। মূলত ‘ডার্ক ফেইট’ জেমস ক্যামেরন পরিচালিত ‘টার্মিনেটর: জাজমেন্ট ডে’র (১৯৯১) সরাসরি সিক্যুয়েল।

জিএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ময়মনসিংহে বসছে ‘ইউরোপিয়ান আর্ট হাউজ সিনেমা ডে’ এর ৯ম আসর
‘পাপমুক্ত সিনেমা’র অভিনেতা রাসেল মিয়াকে খুঁজছে পুলিশ
আত্মগোপন থেকে প্রকাশ্যে, গোপন তথ্য ফাঁস করলেন আফ্রিদি
নিজের ফাঁস হওয়া ভিডিও নিয়ে মুখ খুললেন আল্লু অর্জুন