প্রায় দশ বছর পর নতুন সিনেমা পরিচালনা করতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের বর্তমান তথ্যপ্রযুক্তি মন্ত্রী, অভিনেতা ও নির্মাতা ব্রাত্য বসু।
তার 'ব্যবধান' নামে ছবিতে অভিনয় করবেন বাংলাদেশের মোশাররফ করিম। আরও থাকবেন কলকাতার জনপ্রিয় অভিনেতা আবীর চ্যাটার্জি। তবে বাকি শিল্পীদের ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি। আসছে বছর ফেব্রুয়ারি মাসে ছবিটির শুটিং শুরু হবে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
সবশেষ ব্রাত্যর পরিচালনায় 'তারা' নামে ছবিটি ২০১০ সালে মুক্তি পায়। ব্যবধান ছবির কাহিনী সম্পর্কের দূরত্ব নিয়ে তৈরি।
২০০৩ সালে 'রাস্তা' ছবির মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক ব্রাত্যর। সেসময় ছবিটি প্রশংসিত হয়। তখনকার সময়ে কলকাতায় যে ধরনের ছবি সচারচর নির্মিত হতো রাস্তা ছিল সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকের ছবি।
এদিকে ব্যবধান ছবির শুটিং নিয়ে বেশ আন্দোলিত ব্রাত্য। কারণ এবার প্রথম ডিজিটালে ছবি নির্মাণ করতে যাচ্ছেন তিনি। এর আগের ছবিগুলো ৩৫ এমএম ক্যামেরায় বানিয়েছিলেন তিনি।
এম