• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

অনুরূপ আইচের গান ইয়া নবী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ নভেম্বর ২০১৯, ১৭:২০
ইয়া নবী

দেশের নন্দিত গীতিকার অনুরূপ আইচের লেখা প্রথম গান গাইলেন এ প্রজন্মের সুপরিচিত গায়ক ও সংগীত পরিচালক রোহান রাজ। গানের শিরোনাম হচ্ছে ইয়া নবী।

১০ নভেম্বর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এই গান প্রকাশ পেয়েছে ই-মিউজিকের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ই নেটওয়ার্ক থেকে।

এ ব্যাপারে গীতিকার অনুরূপ আইচ বলেন, ই মিউজিক ও নন্দিত নির্মাতা ইয়ামিন ইলানের পরিকল্পনায় ইয়া নবী গানটি করতে পেরে ভালো লাগছে। আল্লাহর নবীজীকে ভালোবেসে এই গান লিখতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আশা করি, এই গান শুনে সবাই নবীজীকে আরও বেশি ভালোবাসবেন।

অন্যদিকে ইয়া নবী গানের গায়ক, সুরকার ও সংগীত পরিচালক রোহান রাজ বলেন, এই প্রথম শ্রদ্ধেয় গীতিকার অনুরূপ আইচ ভাইয়ের লেখা ইসলামি গান গাইতে পেরেছি বলে সত্যি আনন্দিত আমি। আসলে আমাদের দেশে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গান প্রকাশের রেওয়াজ ছিল না। হয়তো আমাদের এই গান দিয়ে রেওয়াজ চালু হলো। ভবিষ্যতে ঈদে মিলাদুন্নবীতে আরও গান প্রকাশ পাবে।

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়