শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ১ বছরের জেল
দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের রাজধানীর নিকেতনের বাড়িতে অবৈধভাবে বর্ধিত অংশ নির্মাণ করার অভিযোগে অভিযান চালিয়েছে রাজউক।
এ সময় শাকিব খানের ভগ্নিপতি ও কেয়ারটেকার কাগজপত্র দেখাতে আসলে সেই অসংলগ্নতা ধরা পড়ে। ঘটনাস্থলে ১০ লাখ টাকা জরিমানা করে অনাদায়ে এক বছরের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সবশেষ শাকিব খান অভিনীত ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিটি মুক্তি পায়। এই নায়কের ‘শাহেনশাহ’, ‘একটু প্রেম দরকার’ ছবিগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে।
গুণী চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ ছবির মাধ্যমে শাকিব খানের অভিষেক। তার নায়িকা হিসেবে ছিলেন ইরিন জামান।
তার অভিনীত ছবির মধ্যে অন্যতম- ‘ফুল নেবনা অশ্রু নেব’, ‘ও প্রিয়া তুমি কোথায়’, ‘সবার উপরে প্রেম’, ‘নয়ন ভরা জল’, ‘কোটি টাকার কাবিন’, ‘পিতার আসন’, ‘দাদীমা’, ‘১ টাকার বউ’, ‘সন্তান আমার অহংকার’, ‘প্রিয়া আমার প্রিয়া’, ‘আমার প্রাণের প্রিয়া’, ‘কোটি টাকার প্রেম’, ‘মাটির ঠিকানা’, ‘কিং খান’, ‘মনের জ্বালা’, ‘আদরের জামাই’, ‘বস নাম্বার ওয়ান’, ‘টাইগার নাম্বার ওয়ান’, ‘ঢাকা টু বোম্বে’, ‘ফুল এন্ড ফাইনাল’, ‘নিষ্পাপ মুন্না’, ‘জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার’, ‘দেবদাস’, ‘মাই নেম ইজ খান’, ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি’, ‘হিরো দ্য সুপারস্টার’, ‘শিকারি’, ‘রানা পাগলা’, ‘সম্রাট’, ‘বসগিরি’।
আরো পড়ুন
এম
মন্তব্য করুন