• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

'চুমুর ঘটনায়' তনুশ্রীর অভিযোগ নেহার দিকেই

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৯ নভেম্বর ২০১৯, ১৭:২৭
তনুশ্রী দত্ত, অভিযোগ, নেহা কাক্কর
তনুশ্রী দত্ত ও নেহা কাক্কর

আবারও আলোচনায় বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত। এর আগে নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তোলার পর খবরের শিরোনাম ছিলেন তনুশ্রী দত্ত। এবার সেই তনুশ্রী মুখ খুলেছেন নেহা কাক্করের বিরুদ্ধে। 'ইন্ডিয়ান আইডল' নিয়ে কথা বলে নতুন করে আলোচনায় এলেন তিনি। চলতি বছর 'ইন্ডিয়ান আইডল'র দশম মৌসুমে বিচারকের চেয়ারে ছিলেন নেহা কাক্কর।

তনুশ্রীর প্রশ্ন, নেহা কাক্কর একজন নারী হয়ে কেন 'ইন্ডিয়ান আইডল' এর মতো অনুষ্ঠানে অনু মালিককে সঙ্গে নিয়ে বিচারকের চেয়ারে বসছেন?

এর আগে বহুবার অনু মালিকের বিরুদ্ধেও যৌন হেনস্তার অভিযোগ উঠেছে। এছাড়াও 'ইন্ডিয়ান আইডল ১০'-এ কেন নেহা কাক্করকে একজন প্রতিযোগী চুম্বন করেন, সেই অধিকার প্রতিযোগীকে কেন দেয়া হলো তা নিয়ে প্রশ্ন তোলেন তনুশ্রী।

---------------------------------------------------------------
আরো পড়ুন: অমিতাভের কোলে কারিনার ছবি ভাইরাল
---------------------------------------------------------------

কয়েকদিন আগে ইন্ডিয়ার আইডলের মঞ্চে নেহাকে জোর করে এক প্রতিযোগী চুম্বন করেন। যা নিয়ে রীতিমতো তোলপাড় হয় বলিউড। তনুশ্রীর দাবি, নেহা ইন্ডিয়ান আইডলের মঞ্চে কেবলমাত্র একজন নারী বলেই তাকে জোর পূর্বক চুম্বন করা হয়। আর এর প্রতিবাদ নেহা নিজেও করেননি।

পাশাপাশি, অনু মালিকের মতো যৌন হেনস্তার অভিযুক্তের সঙ্গে অনুষ্ঠান করায় নেহা নিজের মান নামিয়ে ফেলেছেন বলে দাবি করেছন তনুশ্রী। এবারের ইন্ডিয়ান আইডলের আসরের প্রথমদিন থেকেই যেন বিতর্ক পিছু ছাড়ছে না নেহার।

জিএ/এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাইব্যুনালে হাসিনাসহ অর্ধশত ব্যক্তির নামে অভিযোগ
ট্রাইব্যুনালে গুমের অভিযোগ জমা দিলেন মাইকেল চাকমা
শেখ হাসিনার বিরুদ্ধে ৮০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে দুদক
পরিচালকের বিরুদ্ধে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ