দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এবার ‘নকশি কাঁথার জমিন’ নামে চলচ্চিত্রে অভিনয় করবেন জয়া। পরিচালনা করবেন খাঁচা খ্যাত নির্মাতা আকরাম খান। পরিচালকের খাঁচা'তেও অভিনয় করেছিলেন জয়া।
বিজ্ঞাপন
কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের উপন্যাস ‘বিধবাদের কথা’ অবলম্বনে ছবিটি নির্মিত হবে। দুই বিধবা বোনের জীবনযাপনের আড়ালে বাংলাদেশেরই ইতিহাস তুলে ধরা হবে ছবিতে।
বিজ্ঞাপন
সরকারি অনুদানে নির্মিত হবে ছবিটি। সৈয়দপুর আর মেহেরপুরে এর শুটিং করা হবে।
পরিচালক জানিয়েছেন, জয়াকে নিয়ে আগামী বছরের এপ্রিলে ছবির শুটিং শুরু করতে চান। এদিকে পশ্চিমবঙ্গে জয়া অভিনীত ‘রবিবার’ ছবিটি ২৭ ডিসেম্বর মুক্তি পাবে। তার বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করেছেন প্রসেনজিৎ।
এম