• ঢাকা রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১
logo

সঙ্গীতশিল্পী পৃথ্বীরাজ মারা গেছেন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ ডিসেম্বর ২০১৯, ১০:৩৯
সঙ্গীতশিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক পৃথ্বীরাজ
পৃথ্বীরাজ। ছবি ফেসবুক থেকে নেওয়া।

তরুণ সঙ্গীতশিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক পৃথ্বীরাজ আর নেই।

আজ রোববার ভোর সাড়ে ৪টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পৃথ্বীরাজের ভাই ঋতু রাজ তার ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে এই তথ্য জানান। তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।

পৃথ্বীরাজের ঘনিষ্ঠজনেরা জানান, গতকাল শনিবার রাত ১০টার দিকে পৃথ্বীরাজ ধানমন্ডিতে নিজের স্টুডিওতে যান। রাত সাড়ে ১২টা পর্যন্ত দরজা খোলেননি তিনি। কক্ষের ভেতরে কোনো সাড়াশব্দও পাওয়া যায়নি। বিষয়টিতে আতঙ্কিত হয়ে তার পরিবারকে খবর দেয়া হয়। দরজা ভেঙে স্টুডিওর ভেতরে তার নিথর অবস্থায় পাওয়া যায়। রাত তিনটার দিকে তাকে পরিবারের লোকজন সিটি হাসপাতালে নিয়ে যান। পরীক্ষা শেষে আজ ভোররাত সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

শিল্পী রেহানের গাওয়া 'আমার এই বাজে স্বভাব কোনো দিন যাবে না' গানের পরিচালক ছিলেন তিনি।সঙ্গীতের পাশাপাশি পৃথ্বীরাজ এবিসি রেডিওতে কাজ করতেন তিনি।

জিএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক প্রধান বিচারপতি ফজলুল করিম আর নেই
মারা গেছেন কিংবদন্তি সরোদবাদক ওস্তাদ আশীষ খাঁ
মালয়েশিয়ার সাবেক অর্থমন্ত্রী জয়নুদ্দিন মারা গেছেন
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রোজি কবির মারা গেছেন