ঢাকাবুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

আবারও সাইফ-রানী জুটি

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯ , ০৬:২৬ পিএম


loading/img
সাইফ-রানী

সাইফ আলী খান ও রানী মুখার্জীকে আবারও জুটি হিসেবে দেখা যাবে। ‘বান্টি আউর বাবলি’ ছবির সিক্যুয়েল থাকছেন তারা। নতুন মুখের পাশাপাশি যশ রাজ ফিল্মস প্রযোজিত ছবিটিতে পুরোনো বাবলি অর্থাৎ রানীর দেখা মিলবে।

বিজ্ঞাপন

আগের ছবিতে অভিষেক বচ্চনের সঙ্গে জুটি হতে দেখা গিয়েছিল। সিক্যুয়েলে সাইফ আলীকে নিয়ে ফিরছেন রানী। 

ভারতীয় গণমাধ্যমের খবর,  সিক্যুয়েলে দু’জোড়া বান্টি আর বাবলি থাকছে। রানী-সাইফের পাশাপাশি সিদ্ধান্ত চতুর্বেদী এবং শর্বরীর নতুন জুটিও রয়েছে।

বিজ্ঞাপন

এটি পরিচালনা করবেন বরুণ শর্মা। রানী ও সাইফের জুটি পর্দায় নতুন নয়। ‘হাম তুম’, ‘তা রা রাম পাম’-এ দর্শক দেখেছেন তাদের।

দীর্ঘদিন বছর আবারও বড় পর্দায় জুটি হয়ে ফিরছেন তারা। এ নিয়ে দুজনই উচ্ছ্বসিত।

বিজ্ঞাপন

সাইফ জানান, যশ রাজ মানেই ঘরে ফেরা। রানীর সঙ্গে এতদিন পরে কাজের সুযোগ পেলাম। খুবই এক্সাইটেড আমি।

রানী জানান, আগের ছবিটি ভালো ব্যবসা করেছে সিক্যুয়েলের পরিকল্পনা করা হয়েছে। অভিষেক আর আমাকেই প্রস্তাব দেয়া হয়েছিল। তবে কোনও কারণে সে করতে পারল না। অভিষেককে খুব মিস করব।

এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |