ধারাবাহিক নাটক
আরটিভি স্টার অ্যাওয়ার্ডে কে হচ্ছেন শ্রেষ্ঠ অভিনেতা?
জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির আয়োজনে ৯ম আরটিভি স্টার অ্যাওয়ার্ড ২০১৯ অনুষ্ঠিত হবে আগামী ২৮ ডিসেম্বর।
বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে আরটিভিতে ২০১৯ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সম্প্রচারিত নাটক ও অনুষ্ঠানগুলোর মধ্য থেকে নির্বাচিত সৃজনশীল নাট্যকার, নাট্য পরিচালক, অভিনয়শিল্পী ও কণ্ঠশিল্পীকে দেয়া হবে অ্যাওয়ার্ড।
নাটকের বিভিন্ন বিভাগের মধ্যে অন্যতম ‘ধারাবাহিক নাটক’। স্টার অ্যাওয়ার্ডে এই বিভাগে এবার শ্রেষ্ঠ অভিনেতার মনোনয়ন পেয়েছেন 'ধামাকা অফার'র নাটকের জন্য চঞ্চল চৌধুরী, 'তালমিছরি? না হাওয়াই মিঠাই!'র জন্য মোশাররফ করিম, 'ডিম পাড়ে হাঁসে খায় বাগডাশে'র জন্য জাহিদ হাসান ও সালাউদ্দিন লাভলু, 'হেবিওয়েট মিজান'র জন্য জাহিদ হাসান, 'ডি-২০'র জন্য চঞ্চল চৌধুরী, 'লাকি থার্টিন'র জন্য আনিসুর রহমান মিলন।
অনলাইন ভোটের নিয়মাবলী
https://staraward.rtvonline.net এই ঠিকানায় গিয়ে ভোট দিতে তারকাদের ছবির উপর ক্লিক করুন। নাটক গুলো দেখতে নাটকের নামের উপর ক্লিক করুন। প্রতিটি ক্যাটাগরি থেকে একটি ছবি ক্লিক করে নির্বাচন করুন। নিচে দেয়া ফাঁকা ফরমটিতে আপনার সঠিক ইমেইল, মোবাইল এবং একটি আট (৮) ডিজিট যেকোনো পাসওয়ার্ড দিন। ফরমটি পূরণ করে নিবন্ধন ও ভোট প্রদান সম্পন্ন বাটনটিতে ক্লিক করুন।
আপনার ভোট প্রদান শেষে আপনি ‘আপনার মূল্যবান ভোট প্রদান সম্পন্ন হয়েছে’ এমন একটি সবুজ রঙের লেখা দেখতে পাবেন।
ভোট দেয়ার শেষ সময় ২৭ ডিসেম্বর ২০১৯ রাত ১১ টা ৫৯ মিনিট।
জিএ/এম
মন্তব্য করুন