• ঢাকা শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১
logo

১২ বছরের ক্যারিয়ারে প্রথম অ্যাওয়ার্ড নাদিয়ার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ ডিসেম্বর ২০১৯, ১৬:৫৫
সালহা খানম নাদিয়া
ছবি আরটিভি অনলাইন

জনপ্রিয় মডেল-অভিনেত্রী সালহা খানম নাদিয়া। দীর্ঘ ১২ বছর ধরে শোবিজ ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। প্রথমবারের মতো কাজের স্বীকৃতি হিসেবে অ্যাওয়ার্ড পেলেন তিনি। আরটিভি স্টার অ্যাওয়ার্ড ২০১৯-এর ধারাবাহিক নাটকের জন্য যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রীর অ্যাওয়ার্ড পান তিনি।

সালহা খানম নাদিয়া (চিটিং মাস্টার) এবং নুসরাত ইমরোজ তিশা (ধামাকা অফার) অ্যাওয়ার্ড পেয়েছেন।

ক্যারিয়ারের প্রথমবার কোনও অ্যাওয়ার্ড পেয়ে আপ্লুত নাদিয়া। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এটি আমার প্রথম অ্যাওয়ার্ড। কী বলবো ভাষা খুঁজে পাচ্ছি না। আরটিভিকে ধন্যবাদ আমাকে এই স্বীকৃতি দেয়ার জন্য। আমার এই অ্যাওয়ার্ডের পেছনে যারা কাজ করেছে সবার প্রতি কৃতজ্ঞতা। নির্মাতাকে ধন্যবাদ এমন একটি চরিত্রে আমাকে কাজের সুযোগ করে দেয়ার জন্য। বিচারকমণ্ডলী ও আমাকে যারা ভোট করেছেন সবাইকে ধন্যবাদ।

নাদিয়া আরও বলেন, আমার পরিবারের সবার প্রতি কৃতজ্ঞতা। তারা দিনের পর দিন আমাকে সাপোর্ট দিয়েছেন। আমার অভিনয় জীবনের একযুগ পর এই একটি অ্যাওয়ার্ড পেয়েছি।

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজাবাসীকে পানি না দিয়ে গণহত্যা চালিয়েছে ইসরায়েল: হিউম্যান রাইটস ওয়াচ
দ্য ইকোনমিস্টের কান্ট্রি অব দ্য ইয়ার খেতাব জিতল বাংলাদেশ
আর্থিক দুর্নীতি নিয়ে হাসনাত আব্দুল্লাহর ওপেন চ্যালেঞ্জ
বিশ্বের সবচেয়ে ছোট ইলেকট্রিক স্কুটার আনলো হোন্ডা