• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

ওমরাহ হজে পূর্ণিমা, অভিনয় ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিলেন

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৯ ডিসেম্বর ২০১৯, ১৮:১৫
পূর্ণিমা
ছবি সংগৃহীত

জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা ওমরাহ হজে যাবার সিদ্ধান্ত নিয়েছেন। প্রথমবার ওমরাহ করতে যাচ্ছেন তিনি।

এ ব্যাপারে পূর্ণিমা গণমাধ্যমে বলেন, অনেক আগে থেকেই ইচ্ছে ছিল পবিত্রভূমি মক্কা-মদীনায় যাবো, ওমরাহ হজ পালন করবো। অবশেষে আল্লাহ রহমত করলেন, ইচ্ছেটা পূরণ হতে যাচ্ছে। আগামীকাল সোমবার ঢাকা ছাড়বো। ৯ দিনের জন্য হবে এই সফর। সবার কাছে দোয়া চাই আমি।

এদিকে রোববার থেকে গুঞ্জন উঠেছে পূর্ণিমা নাকি অভিনয় ছেড়ে দিচ্ছেন। পূর্ণিমা বলেন, এটা মিথ্যে খবর। অভিনয় আমার পেশা। ধর্ম পালন করাটা আমার দায়িত্ব।

অর্থাৎ আপাতত অভিনয় ছাড়ার কোনও ইচ্ছে নেই তার। মাত্র ১৬ বছর বয়সে লাইট-ক্যামেরা-অ্যাকশনের ঝলমলে জগতে পথচলা শুরু হয় তার।

১৯৯৭ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পূর্ণিমার। তার বিপরীতে ছিলেন চিত্রনায়ক রিয়াজ। সেই থেকেই শুরু আজ অবধি পর্যন্ত নিজের রূপের গুণের মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন। অসংখ্য দর্শকনন্দিত সিনেমা উপহার দিয়েছেন পূর্ণিমা। ‘ওরা আমাকে ভালো হতে দিলো না’ ছবির মাধ্যমে অভিনয়ের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নিয়েছেন তিনি।

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিষ্টি হাসিতে নজর কাড়লেন পূর্ণিমা
সেন্সর বোর্ডের সদস্য হলেন পূর্ণিমা