ঢাকাশুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

ইয়ুথ আইকন নুসরাত জাহান

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

সোমবার, ০৬ জানুয়ারি ২০২০ , ০৯:২৫ পিএম


loading/img
নুসরাত জাহান

‘যুবসমাজের আইকন’ হিসেবে সম্মানিত করা হলো নুসরাত জাহানকে। গেল রোববার বিকেলে কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে বসেছিল কলাকার অ্যাওয়ার্ডের আসর।

বিজ্ঞাপন

সেখানে ‘ইয়ুথ আইকন অ্যাওয়ার্ড’-এ সম্মানিত হন এই অভিনেত্রী। অবশ্য শুধু নুসরাত একা নন। আরও অনেক বাঙালি এদিন সম্মানিত হন।

পূর্ব ভারতের অন্যতম জনপ্রিয় অ্যাওয়ার্ড হলো ‘কলাকার অ্যাওয়ার্ড’। ভারতীয় চলচ্চিত্রের বিভিন্ন কলাকুশলীকে প্রতিবছর এই পুরস্কারে সম্মানিত করা হয়। খবর ভারতীয় গণমাধ্যমের।

বিজ্ঞাপন

বলিউডের হৃষিকেশ মুখোপাধ্যায়, মহেশ ভাট, সুভাষ ঘাই, সানি লিওন যেমন পুরস্কার পেয়েছেন; তেমনই পুরস্কৃত হয়েছেন নীতীশ রায়, শাশ্বত চট্টোপাধ্যায়, কৌশিক সেন, দেব, মীরের মতো অভিনেতারা। নুসরাত ছাড়াও তালিকায় ছিলেন ধৃতিমান চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, রুক্মিণী মৈত্রের মতো অনেকে।

এবার ৫০ বছরের স্টারডামের জন্য সম্মানিত করা হয়েছে সঙ্গীত তারকা ঊষা উত্থুপকে।

এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |