ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

দোষীরা শাস্তি পাচ্ছে না দেখে ভীত দীপিকা

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২০ , ০৯:০৪ এএম


loading/img
দীপিকা পাড়ুকোন

ভারতের জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) হামলার ঘটনায় মর্মাহত দীপিকা পাড়ুকোন। ছাত্র সংসদের নেত্রী ঐশী ঘোষের পাশে দাঁড়িয়েছেন তিনি। বিশ্ববিদ্যালয়ে গিয়ে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

পরেই টুইটারে দীপিকাকে বয়কটের ডাক দেন বিজেপির মুখপাত্র তাজিন্দর সিং বাগ্গা। দীপিকার নতুন ছবি ‘ছপাক’এর টিকিট বাতিল করে দলটির নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

বিষয়টি নিয়ে ভারতীয় গণমাধ্যম দীপিকাকে প্রশ্ন করলে তিনি বলেন, আমার যা বলার তা দুবছর আগেই বলেছিলাম, যখন ‘পদ্মাবত’মুক্তি পেয়েছিল। আজ যা দেখছি, তাতে আমার কষ্ট হচ্ছে। যে-কেউ যা খুশি বলে পার পেয়ে যাবে— আমি আশা করব, এটাই স্বাভাবিক হয়ে দাঁড়াবে না।

পদ্মাবতের সময়ে দীপিকার নাক কাটার হুমকি দিয়েছিল একটি সংগঠন। সে কথা মনে করে তিনি বলেন, আমার ভয় করছে। দুঃখও হচ্ছে। এটা আমাদের দেশের ভিত্তি নয়।

জেএনইউয়ে ঘটনা নিয়ে তিনি বলেন, যা হচ্ছে, তাতে আমার প্রচণ্ড রাগ হচ্ছে। আরও খারাপ হল, কোনও পদক্ষেপ করা হচ্ছে না।

বিজ্ঞাপন

জিএ

 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |