ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

কার্ডটি দেবের বিয়ের না

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

বুধবার, ১৫ জানুয়ারি ২০২০ , ১১:৫৮ এএম


loading/img
ছবিতে দেব-রুক্মিণী

সোশ্যাল সাইটে বিয়ের কার্ড প্রকাশ করেন দেব। গতকাল মঙ্গলবার নিজের টুইটারে শেয়ার করা কার্ডটিতে সোনালি রঙের লেখা- “শ্রী শ্রী প্রজাপতয়ে নমঃ”। আর তার নিচে বড় বড় করে লেখা ‘শুভবিবাহ’। কার্ডে পালকি-প্রজাপতি সবই ছিল। দেব টুইটারে লেখেন, “কেউ ফাঁস করার আগেই দিলাম। আশা করি, আপনাদের আশীর্বাদ থাকবে।”

বিজ্ঞাপন

এমন টুইট ঘিরেই জল্পনা-কল্পনা শুরু হয়। অনেকের ধারণা প্রেমিকা রুক্মিণীকে হয়তো এবার বিয়ে করছেন দেব। কারও মনে সংশয়ও দেখা দেয়, এটি কোনও নতুন ছবির প্রোমোশন নয় তো?

বিজ্ঞাপন

অবশেষে সেই আশঙ্কাই সত্যি হলো। জানা গেল, এটি দেব ও রুক্মিণীর নতুন ছবি ‘টনিক’-এর প্রোমোশন। দেব নিজের ফেসবুকেই জানিয়েছেন এই খবর। লিখেছেন, “ক্ষমা চাইছি ভুল খবর দিয়ে। আসলে ওটা টনিকের কাকার বিয়ে।” বিয়ের দিনও প্রকাশ করেছেন অভিনেতা।

দিনটি ৮ মে। বিয়ের পাত্র ও পাত্রী দেব-রুক্মিণী নন, পরাণ বন্দ্যোপাধ্যায় ও শকুন্তলা বড়ুয়া। ছবিটি প্রযোজনা করছে দেব এন্টারটেইনমেন্ট। বিয়ের কার্ডটি এই ছবিরই একটি প্রোমোশনাল স্টান্ট। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন দেব। পরিচালক অভিজিৎ সেন।

এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |