• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

কার্ডটি দেবের বিয়ের না

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৫ জানুয়ারি ২০২০, ১১:৫৮
দেব-রুক্মিণী
ছবিতে দেব-রুক্মিণী

সোশ্যাল সাইটে বিয়ের কার্ড প্রকাশ করেন দেব। গতকাল মঙ্গলবার নিজের টুইটারে শেয়ার করা কার্ডটিতে সোনালি রঙের লেখা- “শ্রী শ্রী প্রজাপতয়ে নমঃ”। আর তার নিচে বড় বড় করে লেখা ‘শুভবিবাহ’। কার্ডে পালকি-প্রজাপতি সবই ছিল। দেব টুইটারে লেখেন, “কেউ ফাঁস করার আগেই দিলাম। আশা করি, আপনাদের আশীর্বাদ থাকবে।”

এমন টুইট ঘিরেই জল্পনা-কল্পনা শুরু হয়। অনেকের ধারণা প্রেমিকা রুক্মিণীকে হয়তো এবার বিয়ে করছেন দেব। কারও মনে সংশয়ও দেখা দেয়, এটি কোনও নতুন ছবির প্রোমোশন নয় তো?

অবশেষে সেই আশঙ্কাই সত্যি হলো। জানা গেল, এটি দেব ও রুক্মিণীর নতুন ছবি ‘টনিক’-এর প্রোমোশন। দেব নিজের ফেসবুকেই জানিয়েছেন এই খবর। লিখেছেন, “ক্ষমা চাইছি ভুল খবর দিয়ে। আসলে ওটা টনিকের কাকার বিয়ে।” বিয়ের দিনও প্রকাশ করেছেন অভিনেতা।

দিনটি ৮ মে। বিয়ের পাত্র ও পাত্রী দেব-রুক্মিণী নন, পরাণ বন্দ্যোপাধ্যায় ও শকুন্তলা বড়ুয়া। ছবিটি প্রযোজনা করছে দেব এন্টারটেইনমেন্ট। বিয়ের কার্ডটি এই ছবিরই একটি প্রোমোশনাল স্টান্ট। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন দেব। পরিচালক অভিজিৎ সেন।

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিচার না হওয়া পর্যন্ত আ.লীগকে নির্বাচনে আসতে দেবে না জনগণ: আখতার
ওবামার পছন্দের সেরা দশ সিনেমা
বছরে ৪টি বোনাসসহ চাকরি দেবে অ্যারিস্টোফার্মা
চাঁদাবাজদের ক্ষমতায় আসতে দেবেন না: হাসনাত