চাঁদা দাবির অভিযোগে মামলা করলেন নায়িকা অঞ্জনা
চিত্রনায়িকা অঞ্জনা সুলতানাকে অভিনয়ে দেখা না গেলেও ফিল্ম কেন্দ্রিক সংগঠনগুলোর সঙ্গে সরব উপস্থিতি তার। এক সময়ের সাড়া জাগানো এই অভিনেত্রী ৫০ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগ তুলে এক সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছেন।
গণমাধ্যমের খবর, বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালতে এ মামলা করেন তিনি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেবেন বলে জানান।
অভিযুক্ত ওই সাংবাদিকের নাম সিরাজউদ্দিন ওরফে রাজা সিরাজ। সাপ্তাহিক রাজপথ বিচিত্রার সম্পাদক তিনি। ১ ডিসেম্বর সাপ্তাহিক রাজপথ বিচিত্রায় একজন জ্যোতিষী ও তার প্রচারে বিভিন্ন মাধ্যমে প্রচারিত বিজ্ঞাপন নিয়ে সংবাদ প্রকাশ হয়। ওই জ্যোতিষীকে ‘প্রতারক’ উল্লেখ করে তার ‘প্রতারণা’র বিজ্ঞাপনে কয়েকজন অভিনেতা-অভিনেত্রীর ছবিও প্রকাশ করা হয়। এতে নায়িকা অঞ্জনার ছবিও দেখা ছিল।
অঞ্জনা বলেন, এ ধরনের সংবাদে পুরো শিল্পী সমাজের সম্মানহানি হয়েছে। আমি শিল্পী সমাজের পক্ষ থেকে আজ আদালতে মামলা করেছি, যেন অন্য কেউ মিথ্যা সংবাদ প্রকাশ করতে না পারে।
এম
মন্তব্য করুন