• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

ইউটিউব ক্রিয়েটর হিসেবে আরটিভির সঙ্গে চুক্তিবদ্ধ হলেন লায়লা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ জানুয়ারি ২০২০, ১৭:০১
লায়লা
ছবি আরটিভি অনলাইন

হাল সময়ের ফোক গানের জনপ্রিয় সঙ্গীতশিল্পী লায়লা ইউটিউব ক্রিয়েটর হিসেবে আরটিভির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।

রাজধানীর কারওয়ান বাজারে আরটিভির প্রধান কার্যালয়ে বুধবার চুক্তিপত্র স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী লায়লা, আরটিভির প্রোগ্রাম এজিএম সৈয়দ সাবাব আলী আরজু, হেড অব মার্কেটিং সুদেব চন্দ্র ঘোষ, ব্যবস্থাপক ডিজিটাল অ্যান্ড সোশ্যাল মিডিয়া মোহাম্মাদ আবু নাসিম ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এ ব্যাপারে লায়লা বলেন, আমার 'লায়লা অফিসিয়ালস' ইউটিউব চ্যানেলে দর্শকরা আগে থেকেই গান পাচ্ছেন। এবার নতুন পরিকল্পনা হাতে নিয়েছি। বেশ কিছু নতুন গান আসবে সামনে। সেসব গানের মিউজিক ভিডিও দর্শকরা চ্যানেলটিতে পাবেন। যেহেতু চ্যানেলটি আরটিভি ডিজিটালের তত্ত্বাবধানে থাকবে। আমার কাজটি অনেক সহজ হয়ে গেল।

সম্প্রতি লায়লার 'সখি গো আমার মন ভালা না' গানটি ইউটিউবে দুই কোটির মাইলফলক স্পর্শ করেছে। এছাড়া 'নয়া বাড়ি', 'চাঁদে ও চাঁদে গো' গানগুলো শ্রোতাপ্রিয়তা পেয়েছে। সবগুলো গান আরটিভি মিউজিক ইউটিউব চ্যানেলে থেকে প্রকাশ হয়।

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রিন্স মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রথমবার যে গানে জুটি বাঁধলেন রুনা লায়লা-বাপ্পা মজুমদার
এবার নতুন পরিচয়ে পড়শী
এবার ইউটিউবেও এআই টুল যুক্ত করল গুগল