• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

শৈশবে ধর্ষণের শিকার হয়েছি: তেলেগু অভিনেতা

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৪ জানুয়ারি ২০২০, ১৭:০৭
অভিনেতা, রাহুল রামাকৃষ্ণ, শৈশব, ধর্ষণ
রাহুল রামাকৃষ্ণ

শৈশবে ধর্ষণের শিকার হয়েছিলেন বলে জানান ভারতের দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেতা রাহুল রামাকৃষ্ণ। যদিও ধর্ষকের নাম প্রকাশ করেননি তিনি, তবে এই ঘটনার যন্ত্রণা তাকে তাড়া করছে বলে জানান অভিনেতা।

রাহুল রামকৃষ্ণ টুইটার পোস্টে লেখেন, ছোটবেলায় ধর্ষিত হয়েছি! ঠিক কীভাবে নিজের কষ্টের কথা প্রকাশ করব তা জানা নেই কারণ নিজেকে জানতে গিয়ে বার বার এই সত্যের মুখোমুখি হই। এটা খুব যন্ত্রণাদায়ক।

আপনাদের পরিবারের ছেলেদের একটু নম্র হতে, ভালো হতে শেখান। সমাজ যেভাবে দেখতে শেখায়, যেভাবে চলতে শেখায়, তার থেকে ভেঙে বেরনোর সাহস যোগান।

এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ার পরে অনেকেই তাকে সমবেদনা জানিয়েছেন। রাহুলের টুইটের প্রেক্ষিতে জনপ্রিয় দক্ষিণী অভিনেতা প্রিয়দর্শী বলেন, তোমার কষ্ট আমি কোনোদিন বুঝতে পারব না। তবে তুমি হলে সত্যিকারের একজন লড়াকু। অনেক ভালোবাসা তোমার জন্য।

তেলেগু সিনেমার বেশ জনপ্রিয় অভিনেতা রাহুল। সুপারহিট দক্ষিণী ছবি 'অর্জুন রেড্ডি'তে দেখা যায় রাহুল রামকৃষ্ণকে। এছাড়া চি লা সো, ভারত আনে নেনু, জয়াম্মু নিশ্চয়াম্মু রা, শীষমহল, মিঠাই'র মতো একাধিক সিনেমায় দেখা যায় রাহুলকে। সাংবাদিকতা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও পরে অভিনয়ে জগতে পা রাখেন তিনি।

জিএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৩য় শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে অধ্যক্ষ গ্রেপ্তার
অপূর্বকে নিয়ে ভারতের মিথ্যাচার, মুখ মুখলেন অভিনেতা
এক দশক ধরে স্ত্রীকে মাদক খাইয়ে ধর্ষণ, স্বামীর কারাদণ্ড
লক্ষ্মীপুরে ধর্ষণের ঘটনায় ২ যুবক গ্রেপ্তার