• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

বলিউড তারকাদের পদ্মশ্রী সম্মাননা নিয়ে আলোচনা-সমালোচনা

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৭ জানুয়ারি ২০২০, ১২:৪৬
বলিউড তারকা, পদ্মশ্রী সম্মাননা, আলোচনা-সমালোচনা, করণ জোহর, একতা কাপুর ও গায়ক আদনান
ছবিতে- কঙ্গনা রানাওয়াত, করণ জোহর, আদনান সামি ও একতা কাপুর।

প্রতি বছর ভারতের প্রজাতন্ত্র দিবসের আগে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মাননা পদ্মশ্রীর জন্য নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়। শিল্পকলা, শিক্ষা, বাণিজ্য, সাহিত্য, বিজ্ঞান, খেলাধূলা, সমাজসেবা ও সরকারি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ভারত সরকার এই সম্মান প্রদান করেন।

এবছর বলিউডের চার জনপ্রিয় ব্যক্তিত্বকে এই সম্মানে ভূষিত করা হয়– করণ জোহর, কঙ্গনা রানাওয়াত, একতা কাপুর ও গায়ক আদনান সামিকে। পদ্মশ্রী হলো ভারতের চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান। বলিউডের এই চার তারকা ছাড়াও গায়ক সুরেশ ওয়াদকরকেও এবছর পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়।

এই তালিকাটি সামনে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কঙ্গনা রানাওয়াতের পদ্মশ্রী নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই কঙ্গনার অভিনয় প্রতিভার কথা স্মরণ করে এই সম্মানকে কঙ্গনার পরিশ্রমের ফসল বলে মনে করছেন। আবার একশ্রেণীর সমালোচকরা মনে করেন, কঙ্গনা দেশের চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হওয়ার সঙ্গে বর্তমান সরকারের সঙ্গে তার ঘনিষ্ঠতার যোগসূত্র রয়েছে। এছাড়া প্রকৃত ভারতীয় না হয়েও কেন আদনানকে পদ্মশ্রী দেয়া হলো এ নিয়ে প্রশ্ন তুলেছে রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা।

তবে বলিউড কঙ্গনা-করণ-একতা-আদনান এবং সুরেশ ওয়াদকরের পদ্মশ্রী সম্মানে উচ্ছ্বসিত বলিউড ভক্তরা।

জিএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আল্লু অর্জুনের গ্রেপ্তারকে সমর্থন করে যা বললেন কঙ্গনা
বিয়ে বাড়িতে নাচতে যত টাকা নেন বলিউড তারকারা
যত কোটিতে ধর্মা প্রোডাকশনের শেয়ার বেচে দিলেন করণ জোহর
দেশের কোনো পিতা নেই: কঙ্গনা