• ঢাকা রোববার, ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১
logo

সত্যটা আমি জানি: আলিয়া ভাট

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ জানুয়ারি ২০২০, ১৭:৪২
আলিয়া ভাট
আলিয়া ভাট

বলিউডের জনপ্রিয় নায়িকা আলিয়া ভাট কবে বিয়ে করবেন এ নিয়ে চর্চার যেন শেষ নেই। রণবীর কাপুরের সঙ্গে এই নায়িকার প্রেমের কথা কারও অজানা নয়। এই নায়িকার বিয়ের তারিখ, কোথায় হানিমুনে যাচ্ছেন সব কিছুই ফলাওভাবে গণমাধ্যমে আসছে।

এ ব্যাপারে আলিয়া ভাট বলেন, আমি নিজেই সত্যি বলতে নিজের বিয়ের খবর জানি না। কাজ নিয়ে এতটাই ব্যস্ত যে, এর বাইরে কোনোকিছুর প্রস্তুতি নেয়া এখনই সম্ভব নয়। তবে দেখছি অনেক গণমাধ্যমেই আমার বিয়ের খবর নিশ্চিত হয়ে গেছে। এগুলো নেতিবাচক হলেও আমি বেশ আনন্দ পাচ্ছি। কারণ সত্যটা আমি জানি। আসলে বিয়ের তারিখ নির্ধারিত হলে সেই খবর পারিবারিকভাবে দেয়া হবে।

গেল বছর সিনেমা প্রসঙ্গের পাশাপাশি প্রেম ও বিয়ের খবর নিয়ে একাধিকবার সংবাদের শিরোনামে আসেন রণবীর ও আলিয়া। তাদের পরিবারের দিক থেকেও সবকিছু ইতিবাচক। এমনকি রণবীরের বাড়িতে নিয়মিতই যাতায়াত রয়েছে আলিয়ার।

পরিবার সূত্রে খবর, ২০২০ সালেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তারা। বর্তমানে সবসময়ই আলিয়াকে রণবীরের পরিবারের সঙ্গে দেখা যায়। ‘ব্রহ্মাস্ত্র’ছবিতে একসঙ্গে অভিনয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়।

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুখে অস্ত্রোপচার ইস্যুতে ক্ষুব্ধ আলিয়া
জটিল রোগে আক্রান্ত আলিয়া ভাট
বিরল অসুখে ভুগছেন আলিয়া ভাট!
মেজাজ হারিয়ে যা বললেন আলিয়া, ভিডিও ভাইরাল