• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

ভারতে শুটিং সেটে দুর্ঘটনায় নিহত ৩, রক্ষা পেলেন কমল হাসান

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ২০ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩৬
ইন্ডিয়ান ২, শুটিং সেট, দুর্ঘটনা,
ইন্ডিয়ান ২-এর শুটিং সেট

ইন্ডিয়ান ২ ছবির শুটিং সেটে ভয়াবহ দুর্ঘটনা ঘটল। সেট তৈরির সময় ক্রেন ভেঙে পড়ে মৃত্যু হয়েছে তিন জনের। খবর আনন্দবাজার পত্রিকা।

অভিনেতা কমল হাসন এবং রাকুল প্রীত অভিনীত ছবি ‘ইন্ডিয়ান ২ছবির সেটে আরও ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক। স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, বুধবার রাতে আচমকাই একটি ক্রেনের উপর লাইট সেট আপ করতে গিয়ে ক্রেনটি ভেঙে পড়ে। প্রথমে জানা গিয়েছিল ছবির পরিচালক শঙ্কর গুরুতর আহত হয়েছেন। কিন্তু পরে জানা যায়, অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। শঙ্কর অক্ষত থাকলেও তার ব্যক্তিগত সহকারী মধু (২৯) এবং সহকারী পরিচালক কৃষ্ণর (৩৪) ঘটনাস্থলেই মৃত্যু হয়।

এ নিয়ে গভীর শোক প্রকাশ করেছেন কমল হাসন। টুইটারে তিনি লেখেন, “জীবনে অনেক দুর্ঘটনার সম্মুখীন হতে হয়েছে। কিন্তু আজকের ঘটনা সব কিছুকে ছাপিয়ে গিয়েছে। তিনজন সহকর্মীকে হারালাম। তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। সূত্রের খবর, সে সময় শুটিং স্পটেই ছিলেন তিনি। তবে তার কোনও ক্ষতি হয়নি। তিনিই আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন।

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক মেয়র সাঈদ খোকনের দেশত্যাগে মানা
চাঁদপুরে জাহাজ থেকে ৬ জনের মরদেহ উদ্ধার
শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে ঢাকার চিঠি
জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে কুপিয়ে হত্যা