ঢাকাশুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

নেহা নয়, অন্য নারীকে বিয়ে করছেন আদিত্য

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

রোববার, ২৩ ফেব্রুয়ারি ২০২০ , ০৭:২৭ পিএম


loading/img
নেহা কাক্কর ও আদিত্য নারায়ণ।

ভারতীয় সঙ্গীতশিল্পী নেহা কাক্কর ও আদিত্য নারায়ণের বিয়ে নিয়ে কম জল ঘোলা হয়নি। দুই তারকার ভক্তদের মনে ছিল অন্য রকম কৌতূহল। তবে সব কল্পনার অবসান ঘটিয়ে নেহা-আদিত্য ঘোষণা দেন বিয়ের খবর সঠিক নয়। 

বিজ্ঞাপন

শোনা যাচ্ছে, এ বছর বিয়ে করছেন উদিত নারায়ণের ছেলে আদিত্য নারায়ণ। তবে পাত্রী নেহা কাক্কর নন, অন্য কারো সঙ্গে মালা বদল করবেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নেহা বলেন, আদিত্য খুব ভালো ছেলে। ও আমার খুব ভালো বন্ধু। আনন্দের সঙ্গে জানাচ্ছি, এ বছরেই বিয়ে করছে ও। পাত্রী ওর দীর্ঘদিনের বান্ধবী। ওরা দুজনে খুব ভালো থাকুক। তবে আদিত্যর হবু স্ত্রীর নাম প্রকাশ করেননি নেহা।

বিজ্ঞাপন

নেহা-আদিত্যর প্রেম নিয়ে ভারতীয় টেলিভিশন এমনভাবে চমক তৈরি করে হয়েছিল যে ভক্তদের একাংশ সত্যি বলে ধরে নিয়েছিল সে কথা। এমনকি, যে চ্যানেলের রিয়্যালিটি শো-তে তারা একসঙ্গে কাজ করেন সেখানে মিছামিছি মালাবদল থেকে শুরু করে শুভদৃষ্টি হয়েছিল। পরে অবশ্য জানা যায়, সবটাই ছিল ‘টিআরপিবাড়ানোর খেল। আদিত্য নিজেও বলেছিলেন, বড্ড বাড়াবাড়ি হয়েছে। হাতের বাইরে চলে গিয়েছিল সব।

জিএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |