• ঢাকা শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১
logo

ফাল্গুনী আনন্দ মেলার অতিথি নাদিয়া

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৮:০৪
সালহা খানম নাদিয়া
ছবিতে সালহা খানম নাদিয়া

সালহা খানম নাদিয়া ছোট পর্দায় বেশ জনপ্রিয় কিছু নাটক দর্শকদের উপহার দিয়েছেন। মিউজিক ভিডিওর মডেল হিসেবে দর্শকের মনজয় করেছেন। আজ সকালে ধানমন্ডি ২৭ নাম্বারের মাইডাস সেন্টারের ১২ তলায় সকাল থেকে শুরু হয়েছে ফাল্গুনী আনন্দ শীর্ষক মেলা।

তিনদিনের এ মেলাতে সকালে অতিথি হিসেবে অংশ নেন নাদিয়া। এ সময় মেলার আয়োজক নুসরাত জাহান, শীতল ও মুহাম্মদ মাহমুদুল ইসলাম তাশফীসহ অনেকে উপস্থিত ছিলেন। এ সময় নাদিয়া মেলায় অংশ নেয়া স্টলগুলো ঘুরে দেখেন।

এ ব্যাপারে নাদিয়া বলেন, এ ধরনের নারী উদ্যোক্তাদের দেখে আমিও সাহস পাই। তাদের জন্য শুভ কামনা। এগিয়ে যাক নারীরা।

আয়োজক হিসেবে নুসরাত জাহান বলেন,আমরা বেশ সাড়া পাচ্ছি। তিনদিনে অনেক দর্শনার্থীরা আসবেন বলে আশা করছি। নন-প্রফিট অর্গানাইজেশন (অ্যাসেন্ট ফাউন্ডেশন) হিসেবে যতটুকু সেবা দেওয়া প্রয়োজন ঠিক ততটুকুই চেষ্টা করছি। মেলাতে ৫০টির মত বিভিন্ন বুটিক, খাবার, ঘর সাজানোর সামগ্রীসহ নানান ধরনের স্টল রয়েছে। এক ছাদের নীচে তিনদিনের এই আয়োজন করতে পেরে আমারও বেশ আনন্দিত।

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মহাবিপদে আল্লু অর্জুন
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার রহস্য প্রকাশ করলেন লিটন
ব্যাংকে ডাকাতি চেষ্টার ঘটনায় মামলা
একই স্থানে ১১ ভারতীয়র মরদেহ