• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

প্রভাসেই স্বস্তি আনুশকার

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৫ মার্চ ২০২০, ২১:১৮
প্রভাস-আনুশকা শেঠি
প্রভাস-আনুশকা শেঠি

দক্ষিণী সিনেমার জনপ্রিয় দুই তারকা প্রভাস এবং আনুশকা শেঠি। তাদের প্রেম, বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই।

দুজনে বিয়ে করলে দুই তারকার ভক্তরাই ভীষণ খুশি হতেন তা বলার অপেক্ষা রাখেনা। কিন্তু ইদানীং ভিন্ন ভিন্ন মানুষের সঙ্গে তাদের বিয়ের খবর চাউর হচ্ছে। তবে সেসব খবর মিথ্যা বলেই জানিয়েছেন প্রভাস-আনুশকা। অন্যদিকে তারা দুজন শুধুই বলেও মন্তব্য করেছেন।

এবার প্রভাসের সঙ্গে নিজের সম্পর্ক ও বন্ধুত্বের গভীরতা ব্যাখ্যা করতে গিয়ে 'বাহুবলী'র দেবসেনা বলেন, প্রভাসের সঙ্গে আমার বন্ধুত্ব গেল ১৫ বছরের। ও খুবই কাছের বন্ধু। এখন ওর সঙ্গে আমার বন্ধুত্বটা যে জায়গায় তাতে আমি ওকে যেকোনও সময় ফোন করতে পারি। এমনকি রাত বিরাতেও। প্রভাসকে 'ওয়ান অব মাই থ্রি এএম ফ্রেন্ডস বলে মন্তব্য করেন আনুশকা।

আনুশকা আরও বলেন, প্রভাসের সঙ্গে আমার নাম বারবার জড়ায় কারণ, আমি আর প্রভাস কেউই বিবাহিত নই। আর পর্দায় আমাদের জুটি দর্শকরা ভীষণই পছন্দ করেন। তবে আমাদের মধ্যেই সত্যিই বিশেষ কিছু থাকলে তা কি আর চাপা থাকতো?

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকার বাতাস আজও খুব অস্বাস্থ্যকর
চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন মোশাররফ করিম
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেপ্তার
১৬ বছর পর কারামুক্ত ১৬৮ বিডিআর সদস্য