ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

স্ত্রীকে নিয়ে জিমে গিয়ে বিপাকে শহীদ কাপুর!   

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০ , ০৫:১০ পিএম


loading/img
ছবিতে শহীদ-মিরা

বলিউডের বেশির ভাগ তারকাই গৃহবন্দি অবস্থায় রয়েছেন। করোনাভাইরাসের ছোবল থেকে বাঁচতে সতর্ক তারা। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে অভিনেতা শহীদ কাপুরের বিরুদ্ধে। কবির সিং খ্যাত অভিনেতাকে মুম্বাইয়ের এক জিমে ওয়ার্ক-আউট করতে দেখা যায়।

বিজ্ঞাপন

সেখানে তিনি একা নন, সঙ্গে ছিলেন স্ত্রী মীরা রাজপুতও। করোনার কারণে বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন (বিএমএউ) এরই মধ্যে মুম্বাইয়ের সব জিম বন্ধ রাখার নির্দেশিকা জারি করেছে। সেই নির্দেশিকাকে অমান্য করার অভিযোগে জিম কর্তৃপক্ষ এবং শহীদকে নোটিশ পাঠিয়েছে বিএমএউ। শুধু তাই নয়, বান্দ্রা এলাকার সেই জিম সিলও করে দেয়া হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবর, জিমের মালিক যুধিষ্ঠির জয়সিংয়ের মতে, সেদিন জিম সম্পূর্ণ বন্ধই ছিল। আমরা কয়েকজন বন্ধু মিলে জিমে আড্ডা দিচ্ছিলাম।

বিজ্ঞাপন

শহীদের প্রসঙ্গ নিয়ে তিনি বলেন, চন্ডীগড়ে শুটিং চলকালীন শহীদের ইঞ্জুরি হয়েছিল, বেশ কষ্ট পাচ্ছিলেন তিনি। তাই শহীদ আমার কাছে কয়েকটা ওয়ার্ক-আউট করার সরঞ্জাম চেয়েছিলেন। আমি কেবল তাকে সরঞ্জামগুলোর ব্যবহারের সঠিক উপায়টি দেখিয়ে দিচ্ছিলাম।

এদিকে গেল ১৪ মার্চ করোনার আতঙ্কে নিজের ছবি ‘জার্সি’-র শুটিং বাতিল করেছেন শহীদ।

এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |