• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

ভার্চুয়াল বিয়েতে হাজির হয়ে চমকে দিলেন বিখ্যাত গায়িকা (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ এপ্রিল ২০২০, ১৩:৩২
এলি গোল্ডিং
এলি গোল্ডিং

চমকে দেখার মতোই ঘটনা। জনপ্রিয় গায়িকা এলি গোল্ডিং। হঠাৎ এই গায়িকা এক ভার্চুয়াল বিয়ের অনুষ্ঠানে যোগ দেন।

সম্প্রতি আমেরিকার এক দম্পতি তাদের ভার্চুয়াল বিবাহের আয়োজন করে। আর সেখানেই এলি গোল্ডিং অপ্রত্যাশিত অতিথি হিসেবে তাদের চমকে দেন।

এখানেই শেষ নয়। এই শিল্পী তার জনপ্রিয় গান ‘লাভ মি লাইক ইউ ডু’ পরিবেশনা করেন। আর সেই গানের সঙ্গে নাচতে দেখা যায় নববধূ হ্যালি পিটম্যান এবং হার্ভে স্কেলটনকে। ভার্চুয়াল এই বিয়ের অনুষ্ঠানে নবদম্পতির পরিচিতজনরা লাইভে ছিলেন।

গানটি গাওয়ার আগে এলি বলেন, অভিনন্দন হার্ভে এবং হ্যালি। আপনারা সত্যিকারের হিরো।

ইভেন্টের আয়োজনে ছিল হ্যালি বেটার ফর ওয়ার্স। তিনি জাতীয় স্বাস্থ্যসেবার প্রথম সারির একজন কর্মী।

ডেইলি মেইল জানায়, গত সপ্তাহের ছুটির দিনে এই বিয়ের পরিকল্পনা ছিল। কিন্তু মরণঘাতি করোনাভাইরাসের কারণে তা বন্ধ করা হয়। পরবর্তীতে পুরো আয়োজনটি সাজানো হয় অনলাইনে।

অনুবাদ- বিল বোর্ড অবলম্বনে

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়