এফডিসির স্থিরচিত্র গ্রাহকদের আর্থিক সহায়তা দিলেন নিপুণ
করোনার কারণে সব ধরনের শুটিং বন্ধ। ফলে এফডিসির দিন এনে দিন খাওয়া মানুষদের নাভিশ্বাস অবস্থা। এবার অসহায় স্থির চিত্রগ্রাহকদের পাশে দাঁড়ালেন জনপ্রিয় চিত্রনায়িকা নিপুণ।
তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের হাতে এই আর্থিক সহযোগিতা পৌঁছে দেন।
বিষয়টি নিয়ে জায়েদ খান নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ধন্যবাদ চিত্রনায়িকা নিপুণ। আজ তিনি এই দূর্যোগের মধ্যেও নিজে এসে শিল্পী সমিতিতে কিছু অস্বচ্ছল ষ্টীল ক্যামেরাম্যানদের জন্য আর্থিক সহায়তা প্রদান করে গেছেন।
শিল্পী সমিতিসহ অন্যান্য কয়েকটি সংগঠনের তালিকা নিয়ে গেছেন তাদেরকে দীর্ঘ মেয়াদী সহায়তা করার জন্য। এছাড়া শিল্পী সমিতিতে কিছু উপহার দিয়েছেন। শিল্পী সমিতির পক্ষ থেকে আপনার জন্য রইলো অনেক শুভ কামনা।
এ ব্যাপারে জানতে চাইলে জায়েদ খান আরটিভি অনলাইন বলেন, কত টাকা দিয়েছেন এটা বলা বারণ আছে। তবে ১২ টি পরিবারকে ভালোভাবেই সহায়তা করতে পারবো আমরা।
এম
মন্তব্য করুন