• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

অস্ট্রেলিয়াতে ঘরবন্দি ঈশানা

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৬ এপ্রিল ২০২০, ১৩:১৪
ঈশানা খান
ঈশানা খান

দেশের জনপ্রিয় মডেল-অভিনেত্রী ঈশানা খান। গেল বছরের ১০ই জুলাই অষ্ট্রেলিয়া প্রবাসী এনবিএন’র নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার সারিফ চৌধুরীর সঙ্গে বিয়ে হয় তার।

বর্তমানে অস্ট্রেলিয়াতে আছেন ঈশানা। বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রভাব ছড়িয়ে পড়ার আগেই মূলত অষ্ট্রেলিয়া এই ব্যাপারে সতর্ক হয়ে যায়। ফলে করোনার প্রভাবে খুব বেশি বিপর্যস্ত হয়নি দেশটি।

অভিনেত্রী ঈশানা ও তার স্বামী অষ্ট্রেলিয়াতে ওয়েস্টমিডে আছেন। সেখানে তারা লকডাউনে ঘরবন্দি। ঈশানার স্বামী বাসায় থেকেই নিয়মিত অফিস করছেন। তবে ঈশানা খুব উদ্বিগ্ন আছেন নিজের দেশ নিয়ে, দেশের মানুষকে নিয়ে।

ঈশানা উদ্বিগ্ন আছেন তার পরিবারের সবাইকে নিয়ে। বিশেষ করে রাজধানীর উত্তরার পাঁচ নম্বর সেক্টরে থাকেন তার বাবা মাহাবুবুল আলম, মা নীলিমা ইসলাম ও বোন ঈয়ারা। তাদেরকে নিয়েই একটু বেশি দু:শ্চিন্তায় আছেন।

এ ব্যাপারে ঈশানা বলেন, দেশের নানা প্রান্তের খবর দেখছি নিয়মিত। প্রতিদিনই করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। প্রতিদিনই করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশের মানুষ মারা যাচ্ছে। শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশের মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। একটা ভয়ংকর পরিস্থিতির মধ্যদিয়ে আমরা যাচ্ছি। এই পরিস্থিতি কখন যে স্বাভাবিক হবে তা কেউই জানি না। আল্লাহই জানেন করোনার এই বিপর্যয় থেকে আমরা কবে পরিত্রাণ পাবো। অষ্ট্রেলিয়ায় থাকলেও মন পড়ে থাকে বাংলাদেশে।

অভিনয় জগতে অল্প দিনেই জনপ্রিয়তা পান ঈশানা। ২০০৯ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগীতায় প্রথম রানার আপ ছিলেন তিনি। এরপর কাজ শুরু করেন বিজ্ঞাপন, নাটক, টেলিছবিতে।

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়