করোনায় বিপুল পরিমাণ অর্থদান করলেন বিয়ন্সে
করোনার প্রকোপে বিশ্ব কাঁপছে। রোগটির কোনও প্রতিষেধক এখনও আবিষ্কার হয়নি। দিনকে দিন বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।
মার্কিন পপতারকা বিয়ন্সে নোলস বড় অংকের অর্থ সহায়তা দিলেন। দুর্গতদের মানসিক স্বাস্থ্য সহায়তা দিতে ছয় মিলিয়ন মার্কিন ডলার অনুদানের ঘোষণা দিয়েছেন তিনি।
যা বাংলাদেশি টাকায় ৫০ কোটিরও বেশি। করোনাভাইরাসের এই ক্রান্তিকালে জনসাধারণকে মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও তাদের কল্যাণে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাক ডোরসের উদ্যোগ ‘হ্যাশট্যাগ স্টার্টসমল’-এ বিয়ন্সের প্রতিষ্ঠান ‘বেগুড’ ওই অর্থ দেবে।
বিয়ন্সের ব্যক্তিগত ওয়েবসাইটে এই তথ্য জানান। তিনি বলেন, করোনার এই সময়ে সবাই বাসায় থাকছেন। অন্যরকম একটা আতঙ্ক বিরাজ করছে। এ সময় মানসিকভাবে নিজেকে ঠিক রাখা খুব জরুরি। তাই মানসিক সুরক্ষার জন্যই এমন উদ্যোগ নিয়েছি।
মার্কিন এই গায়িকা আরও বলেন, এমন পরিস্থিতি বেশি দিন থাকবে না। কিন্তু এই কঠিন সময়টা আমাদের সবাইকে একসাথে মোকাবিলা করতে হবে। আমি অনুরোধ করবো জরুরি প্রয়োজন ছাড়া বের হবেন না প্লিজ। আর কিছুদিন অন্তত অপেক্ষা করুন।
এর আগেও বিয়ন্সে করোনার বিরুদ্ধে লড়াইয়ে বেশ কয়েকবার বিভিন্ন ক্ষেত্রে অনুদান দিয়েছেন।
এম
মন্তব্য করুন