• ঢাকা সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
logo

ঋষি কাপুর অভিনীত সেরা সিনেমা

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩০ এপ্রিল ২০২০, ১২:৫৪
ঋষি কাপুর
ঋষি কাপুর

প্রয়াত বলিউডের বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে না ফেরার দেশে পাড়ি জমান এই অভিনেতা।

১৯৭০ সালে তার বাবা রাজ কাপুরের চলচ্চিত্র মেরা নাম জোকারে শিশুশিল্পী হিসেবে অভিনয়ে করে জাতীয় চলচ্চিত্রে পুরস্কার জিতে নেন।

নায়ক হিসেবে ‘ববি’ চলচ্চিত্রে ডিম্পল কাপাডিয়ার সাথে প্রথম প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ পান। এর মাধ্যমে ১৯৭৪ সালে ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার লাভ করেন।

১৯৭৩ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি ৯২টি রোমান্টিক চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেন।

এর মধ্যে উল্লেখ্য যোগ্যে ছবিগুলো হলো ববি, লায়লা মজনু, রাফু চক্কর, সরগম, কার্জ, প্রেম রোগ, নাগিনা, হানিমুন, চাঁদনী, হিনা, বোল রাধা বোল, ইয়ে ভাদা রাহ, খেলা খেলা মেহে, কাভি কাভি, হাম কিসিস কুম নয়ীন, বাদল রিশতে, আপন কে দিওয়ানে, সাগর, আজুবা, চাঁদনী, দিওয়ানা, দামিনী, গুরুদেব, কারোবার।

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়