• ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১
logo

নাটকের শুটিং বন্ধের সময় বাড়ানো হয়েছে

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৪ মে ২০২০, ১৮:১১
নাটকের শুটিং বন্ধ
ফাইল ছবি

টেলিভিশন নাটকের শীর্ষ চার সংগঠন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ডিরেক্টরস গিল্ড, অভিনয় শিল্পী সংঘ ও টেলিভিশন নাট্যকার সংঘের বৈঠকে টিভি নাটকের শুটিং বন্ধ রাখার সময় ১৬ই মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

করোনা মোকাবিলায় সরকারের সাধারণ ছুটির সঙ্গে সমন্বয় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

চলমান সাধারণ ছুটির সময়সীমা বৃদ্ধি করায় আন্তঃ সংগঠনগুলো ১৬ মে পর্যন্ত শুটিং সংক্রান্ত সকল কার্যক্রম স্থগিত রাখার অনুরোধ জানানো হয়েছে।
এর আগে ২২ মার্চ থেকে ৩১শে মার্চ পর্যন্ত সব ধরনের টিভি নাটকের শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল সংগঠনগুলো। এরপর কয়েক দফায় সরকারি ছুটির সঙ্গে সমন্বয় রেখে শুটিং বন্ধের সময় বাড়ানো হয়েছে।

সম্প্রতি ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাউদ্দিন লাভলু বলেছিলেন, সরকার নির্ধারিত বন্ধের সময়ে আমরা কেউ শুটিং করববো না। আমার ব্যক্তিগত মতামত, কেউ যদি শুটিং করতে চায় অবশ্যই সাংগঠনিকভাবে প্রতিহত করতে হবে। তা না হলে সরকার ও সবার কাছে আমাদের বিশ্বস্ততা নষ্ট হবে।

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নানা নাটকীয়তার পর যেভাবে ধরা পড়েন সাইফের হামলাকারী
বছরের শুরুতেই আরটিভির ‘মনের মাঝে তুমি’ নাটক দিয়ে ফারহানের চমক
থিয়েটার আর্টের নতুন নাটক ‘বলয়’, উদ্বোধনী প্রদর্শনী শুক্রবার
নাটক খারাপ জিনিস হলে দেখা বন্ধ করে দেন: নিলয় আলমগীর