• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

বাড়িতে ৭ জন করোনায় আক্রান্ত, আতঙ্কে তিন্নি

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ মে ২০২০, ১২:৩৫
শ্রাবস্তী দত্ত তিন্নি
ছবি সংগৃহীত

শ্রাবস্তী দত্ত তিন্নি। শোবিজে পথচলা শুরু বিউটি সোপ’র মডেল হিসেবে। ‘সুন্দরী তমা’ জিঙ্গেল নির্ভর বিজ্ঞাপনটি রাতারাতি তারকা খ্যাতি এনে দেয় এই অভিনেত্রীকে। এরপর নাট্য অঙ্গন দাপিয়ে বেড়িয়েছেন তিনি। ‘সে আমার মন কেড়েছে’ নামে বাণিজ্যিক ছবিতে শাকিব খানের নায়িকা হিসেবেও দেখা দিয়েছিলেন পর্দায়।

তবে ব্যক্তিগত টানা-পোড়েনে শোবিজ থেকে হারিয়ে যান তিন্নি। সব ছেড়ে বর্তমানে মেয়ে আরিশাকে নিয়ে কানাডার মন্ট্রিয়েলের লাসাল শহরে বসবাস করছেন এই মডেল-অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ায় তিন্নি জানালেন, দেড় মাস ধরে গৃহবন্দি হয়ে আছেন। যে বাড়িতে তিনি থাকেন সেখানে সাতজন করোনা রোগী পাওয়া গেছে। তাই লকডাউন চলছে বাড়িতে।

তিন্নি জানান, ‘আমার তিন ফুপু থাকেন কানাডায়। বাবা–মা বাংলাদেশে। প্রতিদিনই ফোনে কথা হয় সবার সঙ্গে। আমি ভালোই আছি। তবে বাবা-মার জন্য চিন্তা হচ্ছে। দাদাবাড়ি নেত্রকোনার কাজিনরা, ঢাকায় বাবা-মা, কানাডার ফুপুরা মিলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটা চ্যাটগ্রুপ খুলেছি। সেখানে সবাই একসঙ্গে যোগাযোগ করি। এতে যা স্বস্তি।

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক স্ত্রী তিন্নি সম্পর্কে হিল্লোলের মন্তব্য