• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ফেসবুকে মিস বাংলাদেশ জেসিয়াকে মৃত ঘোষণা!

আরটিভি অনলাইন

  ০৮ মে ২০২০, ১৩:২৬
ফেসবুক, মিস বাংলাদেশ, জেসিয়া, মৃত ঘোষণা
জেসিয়ার ফেসবুক আইডির ছবি।

সাধারণত কোনও ফেসবুক ব্যবহারকারী মারা গেলে বিষয়টি ফেসবুক কর্তৃপক্ষকে অবহিত করা হলে সেই অ্যাকাউন্ট রিমেম্বারিং করে ফেসবুক। সেখানে লেখা থাকে, আমরা আশা করি এটি তার বন্ধুবান্ধব এবং পরিবারের জন্য তাকে স্মরণ করার এবং সম্মানের জন্য জায়গা হতে পারে। কিন্তু মাঝে মাঝে জীবিত ব্যক্তির অ্যাকাউন্টকেও মৃত দেখায় ফেসবুক।

শুক্রবার (৮ মে) সকাল থেকে এ সময়ের জনপ্রিয় ও আলোচিত মডেল মিস বাংলাদেশ জেসিয়া ইসলামের ফেসবুক আইডির পাশে রিমেম্বারিং দেখা যাচ্ছে। তবে ১০ ঘণ্টা আগেও তিনি ফেসবুকে সক্রিয় ছিলেন।

তবে জেসিয়ার বিষয়টি নিয়ে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি। জেসিয়ার পক্ষ থেকে কিছু বলা না হলেও কেউ কেউ তার টাইমলাইনে লিখছেন তিনি ভালো আছেন। যদিও জেসিয়ার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই পোস্ট করে জানতে চাচ্ছেন জেসিয়ার খবর।

উল্লেখ্য, এর আগে ২০১৮ সালে বাংলাদেশের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের আইডিও হটাৎ করে রিমেম্বারিং হয়ে গিয়েছিল। যদিও ওই সময় তিনি পরিপূর্ণ সুস্থ ছিলেন।

জিএ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বন্ধুর স্ত্রীকে শাড়ি উপহার দিয়ে সমালোচনার মুখে ব্যারিস্টার সুমন
শুক্রবার ঢাকায় আসছেন আতিফ আসলাম
শিল্পপতির সংসার ছাড়তে গরিবের মেয়ের সংবাদ সম্মেলন
ফেসবুকে লাইভের জেরে চাকরি গেল এসপির
X
Fresh