• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

এসেছে আয়নাবাজির গান (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১০ মে ২০২০, ১৯:৩৪
ওয়েব সিরিজ আয়নাবাজি
ওয়েব সিরিজ আয়নাবাজি

করোনাভাইরাসের সংকটকালীন সময়ে রহস্যঘেরা সচেতনতামূলক গল্প নিয়েই দর্শকদের সামনে আবারও ফিরে এসেছে সবার ভালোবাসার ‘আয়নাবাজি’। যেখানে অভিনেতা, নির্মাতা এবং সকল কলাকূশলীরাই কাজ করেছেন ঘরে বসেই।

নতুন আঙ্গিকে ওয়েব সিরিজ হয়ে আয়নাবাজি ফিরে এসেছে মানুষকে জাগাতে আর কোভিড-19 সর্ম্পকে সচেতনতা বৃদ্ধি করতে। বেসরকারি উন্নয়ন সংস্থ্যা ‘ব্র্যাক’ এবং অস্ট্রেলিয়ান এইডের সহযোগীতায় শুরু হতে যাচ্ছে সিরিজ, ‘ঘরে বসে আয়নাবাজি’।

তারই ধারাবাহিকতায় আবার এলো ‘এই শহর আমার’ গানটি, একটু নতুন করে। একদিন সব আবার ঠিক হয়ে যাবে এমনই এক আশা জাগানিয়া গান।
গানটির কথা লিখেছেন আয়নাবাজি'র পরিচালক অমিতাভ রেজা, সুর দিয়েছেন অর্নব আর কন্ঠ দিয়েছেন সিবাত তাজওয়ার। গানটি ব্র্যাক ও আয়নাবাজির ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।

ঘরে বসে আয়নাবাজি সিরিজে প্রতিটি পর্বের দৈর্ঘ্য ৭ থেকে ৮ মিনিট। করোনাভাইরাসে আক্রান্ত আয়না কীভাবে প্রতিকূলতাকে জয় করে আর সেখানে প্রতিবেশী এবং নিকটজনেরা কীভাবে সাহায্য করতে এগিয়ে এসেছে, সেটাই এই সিরিজে প্রকাশিত হয়েছে। আয়না চরিত্রে চঞ্চল চৌধুরীর রহস্যময় অভিনয় মানুষকে মুগ্ধ করবে বলে বিশ্বাস সংশ্লিষ্টদের।

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়