• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

শখের দ্বিতীয় বিয়ে গুঞ্জন নাকি সত্যি?

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ মে ২০২০, ১৭:৩২
Popular model-actress Anika Kabir is rumored to be getting married for the second time
ছবি সংগৃহীত

কদিন ধরে জনপ্রিয় মডেল-অভিনেত্রী আনিকা কবির শখের দ্বিতীয় বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। কয়েকটি গণমাধ্যমেও ধোঁয়াশা খবর এসেছিল এই অভিনেত্রীর বিয়ে নিয়ে।

দীর্ঘদিন ধরেই লাইট, ক্যামেরা থেকে ডুব মেরেছেন শখ। হঠাৎ এই লকডাউনের মধ্যে তার বিয়ের গুঞ্জন নিয়ে কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের মাঝে।

গেল ১২ মে নাকি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে তার। বরের নাম রহমান জন। তিনি পেশায় একজন ব্যবসায়ী।

মূলত তাদের ফেসবুকে ম্যারিটাল স্ট্যাটাস পরিবর্তনের পর পরই শুরু হয় তাদের বিয়ের গুঞ্জন। সেখানে শোবিজেই অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন তাদের। খুব গোপনে অল্প সংখ্যক মানুষের উপস্থিতিতে নাকি এই বিয়ে হয়েছে। তবে বিয়ের প্রসঙ্গে এখনও মুখ খোলেননি শখ। সত্যি যদি শখ বিয়ে করে থাকেন অবশ্যই তা সবাইকে শিগগিরই জানাবেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে মডেল-অভিনেতা নিলয় আলমগীর ও শখ দীর্ঘদিন প্রেমের পর ২০১৬ সালের ৭ জানুয়ারি বিয়ে করেন শখ। কিন্তু দুই বছরের মাথায় ভেঙে যায় তাদের এ সংসার।

অসংখ্য বিজ্ঞাপন, নাটকের পরিচিত মুখ শখকে দুটি সিনেমাতেও দেখা যায়। ২০১০ সালে শাকিব খানের বিপরীতে ‘বলো না তুমি আমার’ ছবিতে কাজ করেন শখ। এরপর ২০১৪ সালে তখনকার প্রেমিক নিলয়ের সঙ্গে ‘অল্প অল্প প্রেমের গল্প’ সিনেমাটি মুক্তি পায় তার।

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিয়ের আয়োজনে লাগবে না টাকা, কক্সবাজারে ফ্রি হানিমুন
বিয়ে প্রসঙ্গে যা বললেন জয়া আহসান
মঞ্চায়িত হতে যাচ্ছে নাটক ‘ঈশ্বর তুমি কোথায়’
যে কারণে বনির সঙ্গে সিনেমা না করার সিদ্ধান্ত ঋত্বিকার