• ঢাকা শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
logo

করোনায় আটকে গেল বিয়ে

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ মে ২০২০, ১৭:২৫
Ali Fazal, Richa Chadha, wedding,
ছবি সংগৃহীত

অভিনেতা আলী ফজল ও অভিনেত্রী রিচা চাড্ডার প্রেমের কথা কম বেশি সবারই জানা। গেল এপ্রিলেই বিয়ের কথা ছিল তাদের। কিন্তু করোনা সব পরিকল্পনা ভেস্তে দিয়েছে।

ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে আলী ফজল বলেন, ‘আমাদের বিয়ে করার কথা ছিল। কিন্তু এখন তা পিছিয়ে দিতে হয়েছে। সত্যি বলতে কি এর জন্য আমাদের সবারই বেশ মন খারাপ, কারণ পুরোদমে বিয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছিলাম।

তিনি আরও বলেন, বিয়ে নিয়ে কোনোদিনই আমরা বিশাল হইচই করতে চাইনি। শুধু নিকট আত্মীয় ও বন্ধুবান্ধবদের পাশে নিয়ে জীবনের পরবর্তী ধাপে পা দিতে চেয়েছিলাম। একবার এই সংকট কেটে যাক, সব কিছু ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করুক। তখন আমরা নতুন বিশ্বে নতুন করে জীবন শুরু করার কথা ভাববো। জানি না নতুন পরিস্থিতিতে বিয়ের অনুষ্ঠান কীভাবে পালন করবো... দেখা যাক কী আছে ভবিষ্যতের হাতে...’।

২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘ফুকরে’ ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা যায় আলী ফজল ও রিচাকে। ছবির শুটিং চলাকালীন তাদের মধ্যে বন্ধুত্ব গাঢ় হয়। রিচার পছন্দ-অপছন্দের সঙ্গে অনেক মিল রয়েছে আলীর। তাছাড়া দু’জনের বন্ধু সার্কেলও এক।

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাধ্য হয়েই বিয়ের পিঁড়িতে জোভান-তটিনী!
বিয়ের আয়োজনে লাগবে না টাকা, কক্সবাজারে ফ্রি হানিমুন
বিয়ে প্রসঙ্গে যা বললেন জয়া আহসান
এবার তাহসানের বিয়ে নিয়ে মুখ খুললেন জয়