• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

বিতর্কে জড়িয়ে দেশের পক্ষেই অবস্থান মনীষার

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ মে ২০২০, ১৬:২৬
Nepal's foreign minister has claimed three places in India
ফাইল ছবি

নেপালের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন ভারতের তিনটি জায়গা- লিপুলেখ, লিমপিয়াধুরা, কালাপানিকে তাদের। ১৮ মে তারা একটি নতুন মানচিত্রও প্রকাশ করে। এ নিয়ে ভারত-নেপালের মধ্যে বেশ উত্তেজনা বিরাজ করছে।

এবার সেই বিতর্কে জড়ালেন বলিউড অভিনেত্রী মনীষা কৈরালাও। তিনি বলেন, আমাদের ছোট দেশেরও আত্মমর্যাদা রয়েছে। নাম না করে চীনকেও টেনে আনেন এই বলিউড অভিনেত্রী। মনীষা বলেন, তিনটি দেশের একসঙ্গে বসে এই বিতর্ক মিটিয়ে নেওয়া উচিত।

এদিকে মনীষার এমন মন্তব্য অনেক ভারতীয় তার উপরে চটেছেন। তাকে নেপালে ফিরে যাবার কথা বলেছেন। এ নিয়ে তার ভাষ্য, নেপালের মতো ছোট দেশেরও সম্মানের সঙ্গে নিজের দাবিগুলো জানানোর অধিকার আছে। আর আমি সত্যির পক্ষে কথা বলেছি। সত্য বলতে কখনও পিছপা হই না, হবোও না। আর এই নিয়ে যারা সমালোচনা করছেন তাদের পাত্তা দেয়ার সময় নেই আমার।

নেপালে বিখ্যাত কৈরালা পরিবারের মেয়ে তিনি। তার দাদু ছিলেন নেপালের প্রধানমন্ত্রী। তার পরিবার থেকে আরো তিনজন প্রধানমন্ত্রী হয়েছেন। মাঝে একটা সময় ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন মনীষা। সুস্থ হয়ে পুরোদস্তুর অভিনয়ে ফিরতে দেখা যায় তাকে।

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘মুজিব’ সিনেমার পরিচালক শ্যাম বেনেগাল আর নেই
ওবামার পছন্দের সেরা দশ সিনেমা
বলিউডে পা রাখছেন গোবিন্দপুত্র
অনুদানের সিনেমায় তানিন