করোনা সংকটে অসহায়দের পাশে সামান্তা শিমু
দেশীয় শোবিজের তরুণ প্রজন্মের মডেল সামান্তা শিমু। এরই মধ্যে বড় বড় কোম্পানির বিলবোর্ডে মডেল হিসেবে দেখা গেছে তাকে। এছাড়া বিজ্ঞাপনচিত্রে নিয়মিত কাজ করছেন তিনি।
বরেণ্য সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিৎ ও আরমান আলিফের মিউজিক ভিডিওর মডেল হয়ে পরিচিতি পেয়েছেন। করোনার এই সংকটে শোবিজ তারকাদের অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসতে দেখা গেছে।
এই তরুণ মডেলও সেই পথেই পা বাড়ালেন। গাইলেন মানবতার জয় গান। গেল শুক্রবার রাতে মিরপুর ১ এর মাজার সংলগ্ন এলাকা, হাতিরঝিল, গুলশানে প্রায় পাঁচ শতাধিক অনাহারে থাকা ছিন্নমূল মানুষের হাতে খাবার তুলে দিয়েছেন তিনি।
এর আগেও বাসায় রান্না করা খাবার অনাহারে থাকা মানুষের কাছে পৌঁছে দেন সামান্তা শিমু। সবমিলে এক হাজারের বেশি মানুষের মুখে খাবার তুলে দিয়েছেন তিনি।
এ ব্যাপারে সামান্তা শিমু আরটিভি অনলাইনকে বললেন, করোনার এই সংকটে সমাজের সবাই যদি একে অপরের পাশে দাঁড়ায় তাহলে কেউ না খেয়ে থাকবেন না। আমি নিজে যতটুকু পেরেছি করেছি। তবে এই কাজটি করতে পেরে নিজের মনের দিক দিয়ে যে তৃপ্তি পেয়েছি তা বলে বোঝানোর মতো নয়। এই যুদ্ধে আমরা সবাই একসঙ্গে জয়ী হবো আশা করি।
এম
মন্তব্য করুন