জালিয়াতির অভিযোগ এনে উল্টো শিরোপা হারালেন মিস ইউনিভার্স আর্জেন্টিনা

বিনোদন ডেস্ক, আরটিভি

বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫ , ০৪:০১ পিএম


সংগৃহীত
ছবি: সংগৃহীত

গেল বছরের নভেম্বরে 'মিস উইনিভার্স' প্রতিযোগিতায় জালিয়াতির অভিযোগ তুলেছিলেন আর্জেন্টাইন মডেল মাগালি বেনেজাম। আর এ কারণেই তার শিরোপা প্রত্যাহারের ঘোষণা দিলো মিস ইউনিভার্স অর্গানাইজেশন। বিষয়টি নিয়ে অনেক আলোচনা-সমালোচনা চলছে। নেটিজেনরা অনেকেই আবার মাগালির পক্ষই নিচ্ছে।   

বিজ্ঞাপন

হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, মিস ইউনিভার্স অর্গানাইজেশন এক বিবৃতিতে জানায়, মিস মাগালি বেনেজামের সাম্প্রতিক মন্তব্য পর্যালোচনার পর এবং আমাদের মূল নীতির ভিত্তিতে আমরা মিস বেনেজামের কাছ থেকে অবিলম্বে মিস ইউনিভার্স আর্জেন্টিনার খেতাব প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। সংস্থা জানিয়েছে, এই সিদ্ধান্তটি সংস্থার অখণ্ডতা রক্ষা এবং ব্যক্তিগত এবং পেশাদার আচরণের সর্বোচ্চ মান বজায় রাখার’-র মতো নানা দিক বিবেচনা করেই নেয়া হয়েছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গগত, ২০২৪ সালের নভেম্বরে মেক্সিকোতে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় শীর্ষ ১২-তে থাকা আর্জেন্টাইন মডেল এক সাক্ষাৎকারে কনটেন্ট নির্মাতা কিং লুচোর কাছে, বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। লুচোকে দেয়া এক সাক্ষাৎকারে অনুষ্ঠানটির বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। গত বছরের মে মাসে মিস ইউনিভার্স আর্জেন্টিনা ২০২৪ খেতাব জিতেছিলেন বেনেজাম। ৩০ বছর বয়সী এই মডেল বাছাই প্রক্রিয়ার বিরোধিতা করেন এবং সহ-প্রতিযোগীদের আচরণের সমালোচনা করেন। 

বেনেজাম আরও অভিযোগ করেছিলেন যে, কয়েকজন প্রতিযোগীর সুবিধা করার জন্য প্রতিযোগিতার ফলাফলগুলিতে হস্তক্ষেপ করা হয়ে থাকতে পারে। তিনি আরও দাবি করেন যে, বিচারকরা পর্যন্ত ফলাফলে দৃশ্যমানভাবে বিরক্ত হয়েছিলেন এবং একে অপরের দিকে তাকিয়ে ছিলেন।

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission