রেহান এ সময়ের জনপ্রিয় আরজে। অসাধারণ উপস্থাপন ক্ষমতার কারণে তার ভক্তকুলের শেষ নেই। তেমনি একজন ভক্তের তার প্রেমে অন্ধ হয়ে যাওয়ার গল্প এটি। ভক্তরা শিল্পীর প্রেমে পড়বে এটি সাধারণ ঘটনা। কিন্তু এ ঘটনাটি একেবারে ব্যতিক্রম।
শুরুতে যা মনে হয় শেষটা তার সঙ্গে মেলে না বলেই হয়তো নাটকের নাম ‘শেষটা একটু অন্যরকম’। সত্যিই শেষটা অন্যরকম কারণ আরজে রেহানের প্রেমে অন্ধ হয়ে যাওয়া দুই নারীর কেউই জানতো না তাদের এক গোপন সত্য। আর যখন তারা জেনে যায় তখন থেকে সব ঘটনাই অন্যরকম হতে থাকে।
এমন একটি গল্প নিয়েই ‘শেষটা একটু অন্যরকম’ নাটক। আজ বৃহস্পতিবার ঈদের চতুর্থ দিন রাত ৮টায় একক নাটক ‘শেষটা একটু অন্যরকম’আরটিভিতে প্রচার হবে। রচনা করেছেন আসাদ সরকার। পরিচালনায় ছিলেন শফিকুল ইসলাম রিপন। এই নাটকের প্রধান চরিত্রগুলোর রূপদান করেছেন ইরফান সাজ্জাদ, সারিকা, নওরিন রিফাত।
এছাড়া নাটকটি দেখতে পাবেন আরটিভির নতুন প্ল্যাটফর্ম RtvPlus.tv – এ
এম