ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

ছোট ভাই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ, আনন্দিত তমা মির্জা

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

রোববার, ৩১ মে ২০২০ , ০১:৩৫ পিএম


loading/img
ছবি- তমার ফেসবুক থেকে নেওয়া

চিত্রনায়িকা তমা মির্জার ঘরে এই করোনাকালেও আনন্দের জোয়ার বৈছে। কারণ তার একমাত্র ছোট ভাই এ বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

বিজ্ঞাপন

তার ভাইয়ের নাম তূর্য মির্জা (মির্জা জুলহাস উদ্দিন আহমেদ তূর্য)।  তূর্য ঢাকার একটি স্কুল থেকে বিজ্ঞান বিভাগ থেকে এ রেজাল্ট অর্জন করে।

এ ব্যাপারে তমা মির্জা আরটিভি অনলাইনকে বলেন, এই আনন্দ ভাষায় প্রকাশের মতো নয়। আমার আদরের ছোট ভাই ভালো রেজাল্ট করেছে। তার স্বপ্ন একজন  সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া। বড় হয়ে সে যেন একজন ভালো মানুষ হয়। দেশের জন্য ভালো কিছু বয়ে আনতে পারে সেই দোয়া করবেন সবাই।

বিজ্ঞাপন

বর্তমানে তমা মির্জা অভিনয় এবং উপস্থাপনা দুটোই করছেন। সম্প্রতি একটি মেহেদীর বিজ্ঞাপন ও  নিউ ইয়র্ক ফ্যাশন উইকে শো স্টপার হিসেবে পারফর্ম করেছেন তিনি।

তমা মির্জা অভিনীত ছবির মধ্যে রয়েছে বলো না তুমি আমার, একবার বলো ভালোবাসি, মানিক রতন দুই ভাই, ইভটিজিং, তোমার মাঝে আমি, নদীজন, গেইম রিটার্নস,  অহংকার। এই নায়িকার মুক্তিপ্রাপ্ত সবশেষ চলচ্চিত্র ‘গহীনের গান’।

এম

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |