• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

করোনাকালে শুটিং করলেন মিমি চক্রবর্তী

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১০ জুন ২০২০, ১৪:৫৬
Mimi Chakraborty,
মিমি চক্রবর্তী

কলকাতার জনপ্রিয় নায়িকা ও সংসদ সদস্য মিমি চক্রবর্তী। দীর্ঘ লকডাউনের ফলে শুটিং-এ অংশ নেননি। সিনেমার শুটিং ফেলে দেশে ফেরেন এই নায়িকা ও সাংসদ। তার নির্বাচনী আসনের মানুষদের পাশে দাঁড়িয়েছেন।

করোনার সংক্রমণের জেরে মার্চ মাসের শেষে শুরু হয় লকডাউন। এবার লকডাউন শিথিল হওয়ার পর আবারও শুটিংয়ে ফিরছেন মিমি। তার নতুন গানের মিউজিক ভিডিওর শুটিং করেছেন। তার ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে এই মিউজিক ভিডিও।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, রবি ঠাকুরের ‘আমার পরান যাহা চায়’ গানটি নিজের গলায় গেয়েছেন মিমি। লকডাউন শিথিল হলেও পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়। তাই অনুরাগীদের মনে আশা জাগাতে গানটি গেয়েছেন তিনি। রাজারহাট ও তার আশপাশের এলাকায় গানের শুট করেছেন অভিনেত্রী। সামাজিক দূরত্ব মেনেই হয়েছে শুটিং।

‘বাজি’, ‘ড্রাকুলা স্যার’ নামে দুটি ছবি মিমির হাতে এখন রয়েছে। ‘বাজি’ ছবিতে প্রথমবার একসঙ্গে অভিনয় করছেন জিৎ ও মিমি। আর ‘ড্রাকুলা স্যার’ ছবির শুটিং শেষ করেছেন। কিন্তু লকডাউনের কারণে পিছিয়ে গিয়েছে মুক্তি। সাংসদ হওয়ার পর এটিই মিমির প্রথম ছবি। ছবিতে মিমির বিপরীতে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য।

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একাধিক নতুন গানের শুটিংয়ে ব্যস্ত সালমা
যে কারণে মাকে হাসপাতালে রেখে শুটিংয়ে আরশ খান
এবার শুটিং স্পটে ঢুকে সালমানকে হত্যার হুমকি
আপত্তিকর ভিডিও ধারণ, মধ্যরাতে লাইভে এসে অভিযোগ তিশার