• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo

দীপিকার নিরাপত্তারক্ষীর বেতন এক কোটি রুপি? 

বিনোদন ডেস্ক

  ১২ জুন ২০২০, ১১:২৪
Security guard Jalal with Deepika Padukone
দীপিকা পাড়ুকোনের সঙ্গে নিরাপত্তারক্ষী জালাল।

বিভিন্ন পেশার মানুষদের বেতন শুনে অনেকের চোখ কপালে ওঠে। তবে একজন নিরাপত্তারক্ষীর বেতনও যে কোটি রুপি হতে পারে এটা অনেকের অজানা। বলিউড অভিনেতা সালমান খান তার নিরাপত্তা রক্ষী শেরাকে কত বেতন দেন, তা নিয়ে বহুবার বিভিন্ন ধরনের খবর প্রকাশ্যে আসে। সালমান-শেরার জুটি যখন প্রায় প্রত্যেকেরই জানা।

তবে এবার অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের নিরাপত্তারক্ষী জালালের কথা সামনে এসেছে।

ভারতীয় গণমাধ্যম জানায়, ২০১৭ সাল থেকে দীপিকার নিরাপত্তারক্ষী হিসেবে নিযুক্ত হন জালাল। বছরে তাকে ৮০ লাখ রুপি বেতন দেন দীপিকা। অর্থাৎ প্রত্যেক মাসে প্রায় ৬ দশমিক ৬ লাখের আশপাশে বেতন পান জালাল। তবে ২০১৭ সালে জালালের বার্ষিক বেতন ৮০ লাখ ছিল। বর্তমানে তা ১ কোটি ছুঁয়েছে বলে বলিউডে গুঞ্জন আছে।

উল্লেখ্য, সালমান খান তার নিরাপত্তারক্ষী শেরাকে প্রত্যেক মাসে ১৫ লাখ করে বেতন দেন। পাশাপাশি শেরার খাবার থেকে পোশাক কিংবা বিদেশ ভ্রমণ, সবকিছুর খরচই সালমান বহন করেন বলে জানা যায়।

জিএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তাহসানের পর এবার সুখবর দিলেন অভিনেত্রী মিথিলা
মডেল-অভিনেত্রী হওয়ার ইচ্ছা ছিল তাহসানের স্ত্রী রোজার
বাড়ি থেকে অভিনেত্রীর স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
হিমেশের হাত ধরেই ক্যারিয়ার শুরু দীপিকার