• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

কেন গোপনে দেশে ফিরলেন এন্ড্রু কিশোর?

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ জুন ২০২০, ১৪:৩৩
Why did Andrew Kishore return to the country secretly?
ফাইল ছবি

দীর্ঘদিন চিকিৎসা শেষে গোপনে দেশে ফিরেছেন ঢাকাই সিনেমার প্লেব্যাকের সম্রাট খ্যাত এন্ড্রু কিশোর। বরেণ্য এই শিল্পী সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ক্যানসারের চিকিৎসা নিয়ে দীর্ঘ ৯ মাস পর গেল ১১ জুন রাত আড়াইটায় দেশে ফিরেছেন।

বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠজন বাংলা গানের যুবরাজ খ্যাত সঙ্গীত শিল্পী আসিফ আকবর।

এ ব্যাপারে জানতে চাইলে আসিফ আকবর বলেন, দাদা (এন্ড্রু কিশোর) ঢাকায় নিজের বাড়িতেই আছেন। আগে ফিরলেও বিষয়টি তিনি কাউকে জানাতে চাননি। মূলত এই করোনার সময় ঝুঁকি নিয়ে কষ্ট করে কেউ যেন তাঁকে দেখতে না যান। কারণ সবার প্রতি এই বরেণ্য মানুষের অন্যরকম এক ভালোবাসা রয়েছে। তিনি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, গেল বছরের ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান এন্ড্রু কিশোর। সেখানেই চিকিৎসা শেষে আগের চেয়ে অনেকটা ভালো রয়েছেন তিনি। আরও আগেই দেশে ফেরার কথা থাকলেও করোনার কারণে তা পিছিয়ে যায়।

এম/সি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মায়ের স্বপ্নপূরণে সংগীতাঙ্গনে পা রেখেছিলেন এন্ড্রু কিশোর
এন্ড্রু কিশোরের প্রথম প্লেব্যাক নিয়ে অজানা তথ্য
স্রষ্টা আপনাকে ভালো রাখুক কিশোরদা: কনকচাঁপা
এন্ড্রু কিশোরকে হারানোর ৪ বছর